সৌম্যের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ রূপগঞ্জের
ব্যাটে রান নেই অনেকদিন ধরেই। মাঝে জাতীয় দলে সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে বাংলাদেশ ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, সৌম্য সরকার যেদিন নিজের সেরাটা দেন, সেদিন খেলতে হয়না আর কারোরই। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এমনই এক ইনিংস খেললেন সৌম্য সরকার। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের একাই শাসন করেছেন ব্যাট হাতে। খেলেছেন ১১২ বলে ১৫৩ রানের অপরাজিত ইনিংস।
ডিপিএলের সুপার লিগে আজ বিকেএসপির চার নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সাইফ হাসান ও তানজিদ তামিমের ৮১ রানের ওপেনিং জুটিতে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকে তারা। তবে তামিমের বিদায়ের পর সাইফও বেশিক্ষণ টিকতে পারেননি। তাতে রানের চাকা থেমে ছিল না দলটির। মেহেদি মারুফ ও আফিফ হোসেনের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যান সৌম্য।
এদিন ৫৮ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সৌম্য। এরপর ধীরে ধীরে রান তোলার গতি বাড়াতে থাকেন। পরের ৩৪ বলেই পূরণ করেন সেঞ্চুরি। ৯২ বলে সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে তার ব্যাট। পরের ২০ বলেই করেছেন ৫৩ রান। তার তাতেই রূপগঞ্জের পুঁজি দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেটে ৩৩৩ রান। আফিফ অপরাজিত ছিলেন ৪৫ বলে ৪৯ রানে।