দ্বিতীয় টেস্টের দলে বিজয়

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪৪ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে এখন তাদের সামনে একটাই রাস্তা-চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়। আগামী ২৮ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। ড্র করলেও সিরিজ নিজেদের করে নেবে সফরকারী জিম্বাবুয়ে।

এই গুরুত্বপূর্ণ টেস্টের আগে আজ রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মুখ বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে। আর ওপেনিংয়ে বড় পরিবর্তন আনতে ফিরিয়ে আনা হয়েছে ফর্মে থাকা ব্যাটার এনামুল হক বিজয়কে। ৩২ বছর বয়সী এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালে। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।

নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে আজ ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। সংগতভাবেই ২৮ এপ্রিল চট্টগ্রামের মাঠে চাপে থেকে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড (দ্বিতীয় টেস্ট)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

খেলার দুনিয়া | ফলো করুন :