নিউজিল্যান্ডকে হারানো খুব সম্ভব, ভাবনা বাংলাদেশের
বিশ্বকাপটা শেষ হয়েছে, ঠিক মতো দশ দিনও হয়নি। তার মধ্যেই বাংলাদেশকে নেমে পড়তে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। কিউইরা দারুণ ছন্দে আছে, মুদ্রার উল্টোপিঠে বাংলাদেশের পরিস্থিতিটা তথৈবচ। তবে এই পরিস্থিতি থেকেও নিউজিল্যান্ডকে হারানো অসম্ভব কিছু নয়, বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। জানালেন, তার দল খেলবে জয়ের লক্ষ্য নিয়েই।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তৃতীয় চক্র শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগের দুই চক্রে বাংলাদেশ মোটেও সুবিধা করতে পারেনি। দুটো চক্রই শেষ করেছিল তলানির দিকে থেকে। এবার সে চক্র থেকে বেরিয়ে আসতে চায় দল, জানালেন শান্ত।
নতুন চক্রে দলের লক্ষ্যটা জানালেন তিনি, ‘আমরা ১৪টা ম্যাচ খেলব আমরা। এই দুই বছরে আমাদের টেস্টগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের মাটিতে যে খেলাগুলো হবে, সেগুলো আমাদের জিততে হবে। সে ম্যাচগুলো আমরা কীভাবে জিততে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাইরে গিয়ে কীভাবে লড়াই করতে পারি, আরও ভালো ক্রিকেট খেলতে পারি, সেটা দেখতে হবে। সে লক্ষ্যটা আমাদের সবার ভেতরে আছে। আমি বিশ্বাস করি দেশের মাটিতে জেতার মতো দল আমাদের আছে। আস্তে আস্তে নিয়মিত ম্যাচ জেতার অভ্যাসটা গড়তে হবে।’
ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড টেস্টেও দল হিসেবে বেশ ভালো। তাদের বিপক্ষে চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছেন শান্ত, জানালেন, দেশের মাটিতে খেলা, বাড়তি সুবিধাগুলো কাজে লাগিয়ে জয় তুলে নেওয়াই লক্ষ্য তার দলের।
তিনি জানান, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল, টেস্টে ওরা শক্তিশালী একটা সাইড। কিন্তু যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, আমাদের স্পিনাররা বা আমাদের ব্যাটিং যদি চিন্তা করি, তাহলে আমরা খুব ভালো দল। আমরা যদি আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি, আমাদের যে ভূমিকা সেটা পালন করতে পারি, তাহলে মনে হয় যে এই দলকে হারানো সম্ভব।’