ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ, পাকিস্তানও দিল জবাব

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫২ এএম | ২৫ এপ্রিল, ২০২৫

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব অনেক পুরোনো। প্রতিবেশী দুই দেশের এমন রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। আইসিসি ইভেন্টে দুই দল মুখোমুখি হলেও অনেকদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজে খেলে না তারা। সম্প্রতি কাশ্মিরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের প্রেক্ষিতে আরও একবার চরমে উঠেছে দুই দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব।

গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে জানানো হয়েছিল যে তারা ভবিষ্যতেও পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলতে চায়না। তবে তাতেই বসে নেই বিসিসিআই। এবার ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। অনলাইন প্লাটফর্ম ফ্যানকোডে এই টুর্নামেন্ট সরাসরি দেখতে পারতেন ভারতের দর্শকরা। এতে পিএসএলের দর্শক সংখ্যা অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। যা পরবর্তী আসরে তাদের আয়ের খাতকে কিছুটা হলেও সংকুচিত করবে।

ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেও ভুল করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা ভারতীয় কর্মীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে তারা চলে গেলে কিছুটা ঝামেলা পোহাতে হতে পারে পিএসএলকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, 'পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।'

খেলার দুনিয়া | ফলো করুন :