২-০ গোলে হেরে ফাইনালে খেলা কঠিন করে ফেললেন মেসিরা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৩৬ এএম | ২৫ এপ্রিল, ২০২৫

রেকর্ড পরিমাণ দর্শকের সামনে আজ প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। তবে দর্শকের চাপ কিংবা ফুটবলারদের ব্যর্থতায় আজ জয়ের দেখা পায়নি দলটি। প্রতিপক্ষের মাঠে আজ জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসিও। লুইস সুয়ারেজও এদিন নিষ্প্রভ ছিলেন। আর তাতেই কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে মায়ামি। আর তাতেই ফাইনাল খেলা অনেকটাই কঠিন হয়ে গেল মেসিদের।

ম্যাচের শুরুতেই প্রথম সুযোগ পেয়েছিল ভ্যাঙ্কুভার। ৭ মিনিটে সেবার গোল গোলকিপারের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় মায়ামি। এরপর কয়েকটি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেন নি মেসি। তবে স্বাগতিক দর্শকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৪ মিনিটে গোটা স্টেডিয়ামকে উল্লাসে ভাসান মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট। এরপর বারবার ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মায়ামি। ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় হাভিয়ের মাচেরানোর দল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। সমতায় ফেরার লড়াইয়ে মেসি-সুয়ারেজের বারবার প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণভাগে। এদিন ফ্রি-কিকে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে আজ আর জালের দেখা পাননি। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার। আর তাতেই ২-০ গোলের হার নিয়ে মাঠে ছাড়ে ইন্টার মায়ামি।

আগামী ১ মে মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে খেলতে হলে সে ম্যাচে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে মেসিদের। কোয়ার্টার ফাইনালে ১-০ তে পিছিয়ে থেকে সেমিতে উঠেছিল মায়ামি। তাই ফাইনালে দারুণ কিছু করার অপেক্ষায় থাকবে মাচেরানোর দল।

খেলার দুনিয়া | ফলো করুন :