শিরোপা খরা কাটতে যাচ্ছে হ্যারি কেইনের
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন লম্বা সময় ধরে । তবে দলের হয়ে কোনো শিরোপা জয়ে নাম নেই হ্যারি কেইনের। পাশাপাশি ব্যক্তিগত অর্জনে সমুজ্জ্বল থাকলেও ক্লাব ফুটবলেও শিরোপা খরায় ভুগছেন কেইন। কিন্তু এবার সেই খরা কাটানোর সুযোগ এসছে ইংলিশ এই স্ট্রাইকারের সামনে। বুন্দেসলিগায় আগামীকাল শনিবার আউক্সবুর্কের বিপক্ষে বায়ার লেভারকুজেনের ম্যাচের মধ্য দিয়ে শিরোপা খরা কাটাতে যাচ্ছেন কেইন।
জার্মান বুন্দেসলিগার চলতি আসরে শীর্ষে আছে হ্যারি কেইনের ক্লাব বায়ার্ন মিউনিখ। যেখানে আগামীকাল শনিবার মাইন্সের মুখোমুখি হবে দলটি। দিনের অপর ম্যাচে আউক্সবুর্কের বিপক্ষে বায়ার লেভারকুজেনেরও ম্যাচ আছে। সে ম্যাচে পয়েন্ট টেবিলে থাকা দুইয়ে থাকা বায়ার লেভারকুজেন যদি হেরে যায় তাহলে রেকর্ড ৩৪তম শিরোপা জিতবে বায়ার্ন। সেই সঙ্গে ট্রফি-খরা কাটবে কেইনেরও।
জাতীয় দলের হয়ে ১৫ বছর ধরে খেলে গেলেও এখনও সেখানে শিরোপার দেখা পাননি ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে এবারের বুন্দেসলিগায় বেশ ফর্মে আছেন কেইন। সেখানে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬০ গোল করেছেন কেইন। এর মধ্যে ২৪টি গোল করেছেন চলতি মৌসুমে। প্রথম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় নিজের প্রথম দুই মৌসুমের প্রতিটিতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার।
গেল মৌসুমে টটেনহ্যাম থেকে বায়ার্নে নাম লেখান কেইন। সেখানে গোল করলেও গেল আসরে প্রতি ম্যাচে অপরাজিত থেকে শিরোপা দখল বরে লেভারকুজেন। তবে চলতি আসরে সেটা ভিন্ন। এবার ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বায়ার্ন। আর ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন শাভি আলোন্সোর লেভারকুজেন।