অধিনায়ক হওয়ার সক্ষমতা আমার আছে: শান্ত

অধিনায়ক হওয়ার সক্ষমতা আমার আছে: শান্ত

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন দুই ম্যাচে, তার আগে আরও একটা ম্যাচে দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। যদিও অধিনায়ক হিসেবে ম্যাচ জিততে পারেননি একটিও।

এবার ‘অধিনায়ক’ শান্ত নামছেন ভিন্ন ফরম্যাটে। সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন তিনি। ওয়ানডেতে যা হয়নি, টেস্টে সে অধরা জয়টা তুলে নিতে পারবেন তো? তা সময়ই বলে দেবে শেষমেশ। কিন্তু তার আগে শান্ত জানালেন, সেটা করে দেখানোর ক্ষমতা আলবৎ আছে দলের। আর অধিনায়কত্ব নিয়ে? তার সাফ কথা, নিজেকে অধিনায়ক হিসেবে যুতসই মনে হচ্ছে তার। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, বড় সময় অধিনায়কত্ব চান তিনি। 

কথাটা অবশ্য আগেও জানিয়েছিলেন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে শেষ ম্যাচে দলের অধিনায়ক হয়ে বলেছিলেন, ‘আমি এ পর্যন্ত বেশ কয়েকবারই দলকে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ যদি পাই তবে অবশ্যই নিজেকে প্রমাণে প্রস্তুত আছি। এটা যেহেতু আমার প্রথম বিশ্বকাপ, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাকে সহযোগিতা করবে।’
সে কথাটা আজ আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। বললেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয় অধিনায়ক হওয়ার সক্ষমতাটা আমার আছে। আর যেই অধিনায়ক হবে, সে যদি লম্বা সময়ের জন্য হয়, তাহলে তার পরিকল্পনা করাটা সুবিধার হবে। সামনে যেই আসবে, যদি যথেষ্ট সুযোগ পায়, তাহলে সে ভালো করবে বলে আমার বিশ্বাস।’

তবে তিন ম্যাচের অধিনায়কত্ব তাকে শিখিয়েছে অনেক কিছু। ক্রিকেটে বোলিং-ফিল্ডিং পরিবর্তনটা অধিনায়কের ভূমিকার বড় একটা অংশ, তিন ম্যাচে এ নিয়ে বড় শিক্ষাই পেয়েছেন তিনি। তার ভাষ্য, ‘বিশেষ ভাবে কী শিখেছি ওটা বলা মুশকিল। কারণ ওটা ওয়ানডে ছিল, এটা টেস্ট। তবে হ্যাঁ, বিভিন্ন অবস্থায় কী আরেকটু ভালো করতে পারতাম, সেটা নিয়ে একটা ধারণা হয়েছে। ছোট ছোট বিষয়, স্পষ্ট করে বলা মুশকিল।’

সম্পর্কিত খবর