তাওহিদ হৃদয়ের শাস্তিকে হাস্যকর বলছেন তামিম
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান অধিনায়ক তাওহদ হৃদয়ের সঙ্গে আম্পায়ারের কথা কাটাকাটি হয়েছিল। যেখানে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ডিমেরিট পয়েন্টস পাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন হৃদয়। তবে তাকে এক ম্যাচ পরই মাঠে ফিরতে দেখে হতবাক হন অনেকেই। এরই মাঝে জানা যায় হৃদয়কে মাঠে ফেরাতে নিয়মের পরিবর্তন করেছে সিসিডিএম। ঘরোয়া ক্রিকেটের এমন খামখেয়ালিপনায় হতবাক দেশের ক্রিকেটাররা। যা নিয়ে আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রিকেটাররা।
মিরপুরের বাতাসে আজ চাপা উত্তেজনা ছিল দুপুরের পর থেকেই। হঠাৎ বিসিবির প্রধান ক্রিকেটারদের তলব করায় বেশ গুঞ্জন শোনা গিয়েছিল দেশের ক্রিকেট পাড়ায়। তবে পরে জানা গেলো সেখানে ডিপিএলের ম্যাচে হওয়া কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে কথা বলতে বিসিবি কার্যালয়ে কথা বলতে গিয়েছিলেন ক্রিকেটাররা। সেখানে সোয়া চার ঘণ্টা ধরে চলা আলোচনার পরে গণমাধ্যমে কথা বলেন ডিপিএলে মোহামেডান স্পোর্টিংকে শুরু থেকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল।
তামিম বলেন, ‘ডিপিএল তাওহিদ হৃদয়ের সঙ্গে হওয়া ঘটনাটি সর্ম্পকে আমরা আমাদের যেটা কনসার্ন ছিল সেটা জানিয়েছি। তার একবার শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’
তিনি আরো জানান, গুলশান ও শাইনপুকুর ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে। আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ক্লিয়ারলি বলেছি, ওখানে যদি কোনো করাপশন হয়ে থাকে তাহলে আমরা সবাই চাই এটার শাস্তি হউক। তবে তার মানে এই না যে কোনো ক্রিকেটারকে মানহানি করা হবে। এছাড়া আমরা বিপিএলেও যেটা (ফিক্সিং) হয়েছে সেটা নিয়ে আমাদের জায়গা বিসিবির কাছে ব্যক্ত করেছি।’