তামিমদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:০৫ পিএম | ২৫ এপ্রিল, ২০২৫

বিশ্বক্রিকেটের ইতিহাসে নজির সৃষ্টি করল বিসিবি! ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিকেটারের শাস্তি পেছাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিপিএলে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জেরে ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে নানান নাটকীয়তার পর সেই শাস্তির মেয়াদ পিছিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ডিপিএলে দায়িত্বরত আইসিসির এলিট আম্পায়ার স্বদেশি সরফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে অসদাচরণ করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহিদ হৃদয়। যে কারণে আম্পায়ার তাকে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেন। তবে সবাইকে অবাক করে দিয়ে এক ম্যাচ পরেই খেলতে নামেন হৃদয়। পরে জানা যায় তার জন্য নিয়ম পরিবর্তন করেছে ডিপিএলের আয়োজক কর্তৃপক্ষ সিসিডিএম।

আম্পায়ারের বিরুদ্ধে গিয়ে তার শাস্তির মেয়াদ কমানোর পরপরই বিসিবির আম্পায়ার লিস্ট থেকে পদত্যাগ করেন সৈকত। আর আজ শুক্রবার মিরপুরে বিসিবি প্রধান ফারুক আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তামিমরা। হৃদয়ের শাস্তিকে হাস্যকর বলে উল্লেখ করেন তামিম। এই বৈঠকের পরেই হৃদয়ের শাস্তির কার্যকর করার সময় এক বছর পিছিয়েছে বিসিবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিপিএলের আগামী আসরে এক ম্যাচ খেলতে পারবেন না তিনি।

এ সিদ্ধান্ত নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানান,‘ যেহেতু আমরা এর আগে একটা ভুল করেছি, দাবি না মানা ছাড়া উপায় ছিল না। এখন ভবিষ্যতে যেন আর এ রকম না হয় সেই ব্যবস্থা করতে হবে। বাইলজের বাইরে আমাদের এক চুলও যাওয়ার সুযোগ নেই। সমস্যা হলো অনেকে এটা পড়ে না, অনেকে বোঝেও না।’

খেলার দুনিয়া | ফলো করুন :