নেপালের কাছে হার দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
নেপাল নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৮-২৩ পয়েন্টে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক করে বাংলাদেশ। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে নেয় শ্রাবণীরা। সিরিজ হারলে ফলে জয়ের হাসি নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ।পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেপাল।
আগের ম্যাচে হারার কারণে আজ শুক্রবার সিরিজে ব্যবধান কমানোর লক্ষ্যে নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথমার্ধে গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের ৮ মিনিটে একটি লোনা পায় নেপাল। ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ৭ পয়েন্ট।
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট আদায় করে নিতে থাকে বাংলাদেশ দল। লোনা পেয়ে নেপালকে পেছনে ফেলে শ্রাবণী, বৃষ্টিরা। লিড নিয়ে ম্যাচে এগিয়ে যেতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে আরেকটি লোনা পেয়ে এক সময় আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশের কৌশলের কাছে পারে উঠেনি নেপাল।