৪৩ বছরে পর ফাইনালে নেই বাংলাদেশের
সময়টা ভালো যাচ্ছে না দেশের ক্রীড়াঙ্গনের। চারদিকে শুধু হার আর হার। সেখানে এবার হকি কাপের সেমিতে ওমানে কাছে হেরেছে বাংলাদেশ হকি দল। যেখানে গত ৪৩ বছরে বাংলাদেশ ছাড়া মাঠে গড়ায়নি হকি কাপ। আজ শুক্রবার এইচএফ কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে ফাইনালের নিশ্চিত করেছে ওমান।
ইন্দোনেশিয়ার জাকার্তা আজ ম্যাচের ৮ মিনিটে লিড নেয় ওমান। তবে মিনিট পাঁচেক পর পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান সবুজের গোলে খেলায় সমতা আনে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের অষ্টম মিনিটে আশরাফুল ইসলামের গোলে আবার বাংলাদেশের লিড পায়। এই গোলও আসে পেনাল্টি কর্নার থেকে। তিন মিনিট পর ওমানও পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ওমান ফিল্ড গোল করলে ৩-২ স্কোরলাইনে ড্রেসিংরুমে ফেরে উভয় দল।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই ওমান ফিল্ড গোল করে ব্যবধান ৪-২ করে। ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ আবারও খেলায় ফেরে। তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে ওমান আবার লিড বাড়ায়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ দুই গোল পিছিয়ে থেকে খেলতে নামে।এরপর অনেক চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। তাতে হার দিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।