রিয়াল মাদ্রিদ সভাপতির সমালোচনায় যা বললেন তেবাস 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৫০ এএম | ২৬ এপ্রিল, ২০২৫

আজ রাতে লা লিগার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ। সেখানে অবশ্য ফাইনালের আগে বেশকিছু বিতর্কে জড়িয়েছে রিয়াল। ফাইনালের আগে সংবাদ সম্মেলন ও অনুশীলনও বর্জন করেছে দলটি। আর চিরচেনা রেফারি নিয়ে অভিযোগ তো আছেই। তবে এবার এল ক্লাসিকোর আগে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সমালোচনা করে তাকে একহাত নিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেরেসের সমালোচনা করে একটি পোস্ট শেয়ার দেন তেবাস। সেখানে নাম, উল্লেখ না করে তেবাস লিখেন‘ এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (পেরেস) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রেয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চায় না, কারণ তিনি যা চান, এটা তা নয়।’

পেরেস ফুটবলের উন্নতি চান না উল্লেখ করে তেবাস আরো লিখেন,‘পেরেস প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন… তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।’

ম্যাট রেফারিদের নিয়ে প্রায়শই বিদ্বেষপূর্ণ মন্তব্য করে রিয়াল মাদ্রিদের টেলিভিশন চ্যানেল আরএমটিভি। সেটা নিয়ে কথা বলেছেন তেবাস। পাশাপাশি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন একাধিক ম্যাচ রেফারিরাও।

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :