পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভার ক্রিকেটকে প্রভাবিত করে অনেক আগে থেকেই। যার কারণে দুই দেশের মধ্যে ২০১৩ সালের পর থেকে আর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়নি। দুই দেশের সম্পর্কের রেষারেষি সম্প্রতি চূড়ান্ত রূপধারণ করেছে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে। এবার ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।
সৌরভ মনে করেন পেহেলগামে হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় দুই দল। তবে ভারতের সাবেক এই অধিনায়ক জানান, ভারত যদি ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলতে চায় তাহলে সেটিকেও সমর্থন করেন তিনি।
শুক্রবার কলকাতার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভের কাছে চলমান ুদুই দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এ রকম ঘটনা ঘটে চলবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘বর্তমান বিসিসিআইয়ের কমিটি পাকিস্তানের সঙ্গে আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে না খেলার চেষ্টা চালালে সেটি ভুল হবে না, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’
এই ঘটনার আগে পাকিস্তানের মাটিতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপত্তি জানায় ভারত। পাকিস্তানের গিয়ে খেলতে না চাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় হাইব্রিড মডেলে। সামনে আসছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ যেটা আয়োজিত হবে ভারতে। সেই টুর্নামেন্টেও পাকিস্তান ভারতে আসবেনা বলে আগেই জানিয়ে দিয়েছিল।