নাটকীয় লড়াইয়ে এল ক্লাসিকো বার্সেলোনার
উত্তাপ, নাটক, বিতর্ক-সবকিছুর মিশেলে ইতিহাসে জায়গা করে নিলো এবারের কোপা দেল রে ফাইনাল। রেফারি বিতর্কে আগুন জ্বলেছিল আগেই, সেভিয়ার প্লাজা নুয়েভায় সংঘর্ষে তা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। মাঠের লড়াইও কম উত্তপ্ত হয়নি। অতিরিক্ত সময়ে জুলস কুন্দের গোলের সৌজন্যে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমের তৃতীয় এল ক্লাসিকোতেও জয় তুলে নিল বার্সেলোনা।
প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির অসাধারণ গোলে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠ থেকে ইয়ামালের বাড়ানো পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি। প্রথমার্ধে বার্সা একচেটিয়া দাপট দেখালেও, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে রিয়ালকে জাগিয়ে তোলেন কিলিয়ান এমবাপ্পে। ৭০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে সমতায় ফেরান তিনি। এরপর ৭৭ মিনিটে চুয়ামেনির হেডে এগিয়ে যায় রিয়াল।
তবে ৮৪ মিনিটে আবারও নাটকীয় মোচড়। ইয়ামালের দুর্দান্ত পাস থেকে ফেরান তোরেসের গোলে ২-২ সমতা ফেরায় বার্সা। অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচের ১১৬ মিনিটে লুকা মদরিচের ভুল পাস ধরে প্রায় ২৫ গজ দূর থেকে জুলস কুন্দে গোল করে আবারও এগিয়ে দেয় বার্সাকে।
ম্যাচের শেষদিকে রেফারিং বিতর্ক ফের আলোচনার কেন্দ্রে আসে। অতিরিক্ত সময়ে এমবাপ্পের ফ্রি কিক দাবি নাকচ হলে ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে এগিয়ে যান রিয়ালের ডিফেন্ডার আন্তনিও রুডিগার। সতীর্থরা তাকে শান্ত করার চেষ্টা করলেও লাল কার্ড দেখাতে কসুর করেননি রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। একইভাবে লাল কার্ড দেখতে হয় লুকাস ভাসকেজকেও। ম্যাচ শেষে রিয়ালের ডাগআউট থেকেও মাঠে কিছু ছোড়া হয়, যদিও কে ছুড়েছেন তা পরিষ্কার হয়নি।
মৌসুমের তিন ক্লাসিকোতেই জয় নিয়ে বার্সা তাদের দাপট দেখাল। অক্টোবরে লিগে ৪-০ এবং জানুয়ারিতে সুপার কাপে ৫-২ ব্যবধানে হারানোর পর এবার কোপা দেল রে-র ফাইনালেও জয়। সব মিলিয়ে তিন ম্যাচে রিয়ালের বিপক্ষে ১২ গোল করল কাতালানরা।
ফাইনালে জয় নিশ্চিত করে ২০২১ সালের পর প্রথমবার কোপা দেল রে ট্রফি জিতল বার্সেলোনা। ১৯৯০ সালের পর এই প্রথম কোপা দেল রে ফাইনালে রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। ম্যাচ শেষে রিয়ালের খেলোয়াড়দের গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় বার্সা খেলোয়াড়রা।
রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল হতাশার। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে এসে আক্রমণে প্রাণ দিলেও শেষ হাসি হাসতে পারেনি তারা। ম্যাচের মাত্র ৮ মিনিটেই ডিফেন্ডার ফারলা মেন্দির চোট ম্যাচের গতিপথ পাল্টে দেয়। তার বদলি ফ্রান গার্সিয়া প্রত্যাশা মেটাতে ব্যর্থ।
অন্যদিকে হান্সি ফ্লিকের জন্য এটি বার্সা কোচ হিসেবে প্রথম বড় শিরোপা। লা লিগাতেও চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে বার্সা। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া রিয়ালের জন্য কার্লো আনচেলত্তির মেয়াদ নিয়ে উঠেছে প্রশ্ন।