সুন্দর ফুটবল থেকে পথভ্রষ্ট ব্রাজিল, কিন্তু কেন?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১১:৫৭ এএম | ২৭ এপ্রিল, ২০২৫

কিছুদিন আগেও ফুটবল বিশ্বে সুন্দর ফুটবলের একমাত্র প্রতিনিধিত্ব ছিল ব্রাজিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফলনির্ভর ফুটবলের পেছনে ছুটতে গিয়ে নিজেদের ঐতিহ্য হারিয়েছে সেলেসাওরা। এখন তো ফলনির্ভর ফুটবলেও সফল হতে পারছে না তারা। একের পর এক ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এই লজ্জাজনক হারের পর চাকরি হারান কোচ দরিভাল জুনিয়র। বিশ্বকাপের শুরু হতে এখনও প্রায় ১৪ মাস বাকি থাকলেও ব্রাজিলের এই দুর্দশা সমর্থকদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে দিয়েছে।

ভিনিসিয়ুস জুনিয়র, আলিসন, রাফিনিয়া কিংবা রদ্রিগোর মতো ইউরোপীয় ক্লাব ফুটবলে দাপট দেখানো তারকাদের অভাব নেই দলে। তবুও কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, বর্তমান ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে জাতীয় দলের প্রতি নিবেদন ও জয় পাওয়ার ক্ষুধা কমে গেছে। তার মতে, এখনকার তরুণরা ক্লাব ফুটবলে নিজেদের বেশি উজাড় করে দেয়, জাতীয় দলের প্রতি তাদের আবেগের ঘাটতি রয়েছে।

কিংবদন্তি রোমারিও বলছিলেন, 'আমাদের প্রজন্মের খেলোয়াড়েরা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল। এখনকার খেলোয়াড়েরা ক্লাবের জন্য অনেক বেশি খেলে, জাতীয় দলে সেই নিবেদন দেখি না।'

জাতীয় দলের হয়ে ৭০ ম্যাচে ৫৫ গোল করা রোমারিও আরও বলেন, 'জাতীয় দল সবকিছুর চেয়ে আলাদা। আমি জাতীয় দলের হয়ে খেলা প্রতিটি ম্যাচের জন্য গর্বিত। বিশেষ করে যেখানে শিরোপা জিতেছি। জাতীয় দলের জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম।'

এক সময়ের ব্রাজিল দলের প্রতিটি শিরায় ছিল জাতীয় দলের জন্য সম্মান আর আবেগ। রোমারিওর কথায়, সেই আত্মার অনুপস্থিতি এখন স্পষ্ট। বর্তমান দল যদি ফের সেই 'ক্ষুধা'র অনুভূতি ধারণ করতে পারে, তবে আবারও ঘুরে দাঁড়াতে পারে ব্রাজিল। তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে। সামনে বিশ্বকাপ, আর তার আগে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপাতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

খেলার দুনিয়া | ফলো করুন :