ডিপিএলের মঞ্চে অলিখিত ফাইনাল: আবাহনী নাকি মোহামেডান?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৫০ পিএম | ২৭ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের শেষ ম্যাচ হয়ে উঠেছে রীতিমতো ‘অলিখিত ফাইনাল’। মঙ্গলবার মাঠে নামবে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপার লড়াই এখন এই একটি ম্যাচের ওপরই নির্ভর করছে।

বর্তমানে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আবাহনী। চার ম্যাচে চার জয় নিয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয় পাওয়া মোহামেডানের পয়েন্ট ৬। শেষ ম্যাচে আবাহনী জয়ী হলে তারা ১০ পয়েন্ট নিয়ে লিগের চ্যাম্পিয়ন হবে। তবে মোহামেডান যদি জেতে, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের ভিত্তিতে শিরোপা উঠবে মোহামেডানের হাতে।

সুপার লিগের টেবিলে তৃতীয় স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের পরে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। তবে এ চার দলই শিরোপার দৌড়ের বাইরে রয়েছে।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এবারও নজর কেড়েছেন এনামুল হক বিজয়। জাতীয় দলের খেলার ব্যস্ততার মধ্যে থাকা বিজয় ৮৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে আছেন পারভেজ হোসেন ইমন (৭৭০ রান) এবং তৃতীয় স্থানে রয়েছেন নাঈম শেখ (৬১৮ রান)।

খেলার দুনিয়া | ফলো করুন :