দ্বিতীয় টেস্টেও একই পরিকল্পনায় মাঠে নামতে চায় জিম্বাবুয়ে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:১০ পিএম | ২৭ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ের সঙ্গে গত কয়েকবছর ধরে জয়ের অভ্যাস গড়ে ফেলেছিল বাংলাদেশ দল। বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসার আগে ৪ বছর এই ফরম্যাটে জয়হীন দলটি। এর মধ্যে ১০ টেস্ট খেললেও হেরেছে ৮ টি তেই। তবে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে পাল্টে গেল সব সমীকরণ। ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ।

শান্তদের বিপক্ষে জিম্বাবুয়ের জয়কে অঘটন বলার সুযোগ নেই। কারণ পুরো ম্যাচ আধিপত্য করেই জিতেছে তারা। তাই দ্বিতীয় টেস্টেও দারুণ আত্মবিশ্বাসী ক্রেগ আরভিনের দল। প্রথম ম্যাচ জয়ে যে পরিকল্পনা ছিল সেই একই পরিকল্পনায় দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে চান জিম্বাবুয়ের এই অধিনায়ক।

ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক আরভিন। নিজেদের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো সেই প্রক্রিয়াগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিয়েছে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ভেবে নয় যে এখন সিরিজ জিততেই হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবতে শুরু করলে চলবে না।’

আরভিন আরও যোগ করে বলেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে অবশ্যই একটা ভালো আবহ, ভালো পরিবেশ এবং আত্মবিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে দলের ভেতর একটা দারুণ অনুভূতি কাজ করছে।’

চট্টগ্রামের উইকেট সম্পর্কে আরভিন বলেন, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে।’

খেলার দুনিয়া | ফলো করুন :