দলে না থেকেও আছেন সাকিব

দলে না থেকেও আছেন সাকিব

সাকিব আল হাসানের বিশ্বকাপটা শেষ হয়ে গেছে একটু আগেভাগেই। শেষ ম্যাচটা খেলতে পারেননি। সেই আঙুলের চোট এবার তাকে নিউজিল্যান্ড সিরিজটাও খেলতে দিচ্ছে না। 

জাতীয় দলের দায়িত্ব নেই বলে এখন সাকিবের সময়টা কাটার কথা ছিল অখণ্ড অবসরে। তবে তা হচ্ছে না আদতে। সাকিব ব্যস্ত রাজনীতির মাঠে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনের। সামনের কিছু দিনও কাটবে দারুণ ব্যস্ততায়। 

তবে এতশত ব্যস্ততার ভীড়েও সাকিব বাংলাদেশ দলের কথা ভোলেননি একটুও। গতকাল গণভবনে ছিলেন প্রায় সারা দিনই। কিন্তু এর মাঝেও সময় বের করে ফোনকল করেছেন দলে। খবর নিয়েছেন সতীর্থদের। 

অধিনায়কের দায়িত্বটা শুধু মাঠে দলকে গুছিয়ে রাখা নয়, মাঠের বাইরেও দলের খেয়াল রাখা। অধিনায়ক সাকিব করলেন ঠিক সে কাজটাই। নিজে চোটের কারণে দলে নেই, কিন্তু দলের খবরটা রেখেছেন ঠিকই,  শুভকামনা জানিয়ে দলকে দিয়েছেন সাফল্যের টনিকও।

বিষয়টা জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। বললেন, ‘সাকিব ভাইকে আমরা সবাই খুব মিস করব, আমার ধারণা দলের সবাইও তাকে খুব মিস করবে। দলের বিষয়ে জানতে গতকাল রাতে ফোন করেছিলেন, সবার খোঁজ নিয়েছেন, সবাইকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন যে আমরা যে জিনিসটা পারি, সেটাই যেন কালকেও করি।’

সাকিব নেই মানে অধিনায়ক নেই, সঙ্গে একজন করে নির্ভরযোগ্য ব্যাটার আর বোলারও তো কমে যাওয়া। বাংলাদেশের জন্য তাই চ্যালেঞ্জটা বেশ বড়ই। তবে সে চ্যালেঞ্জ জয় করতে দলের প্রয়োজন মনোবল আর আত্মবিশ্বাস। ফোনকলে যেন দলকে সেটাই যোগানোর চেষ্টা করলেন সাকিব।

সম্পর্কিত খবর