তরুণদের নিয়ে বাজি নিউজিল্যান্ডের, অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশ
বাংলাদেশ ‘এ’ দলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আসন্ন সফরে তারুণ্য নির্ভর নিউজিল্যান্ড ‘এ’ দলকে সামলাতে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে শক্তপোক্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিউইদের দলও দুর্দান্ত।
‘এ’ দলের মূল উদ্দেশ্য তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা হলেও, নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াড দেখেই বোঝা যাচ্ছে, তারা নিজেদের ভবিষ্যত তারকাদের মঞ্চে পাঠাচ্ছে। কিউইদের স্কোয়াডে রয়েছে সদ্য জাতীয় দলে অভিষেক পাওয়া ৯ জন ক্রিকেটার। সবচেয়ে অভিজ্ঞ মিচ হে, যিনি খেলেছেন মাত্র ১৭টি আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া সদ্য আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া রাইস মারিউ এবং মোহাম্মদ আব্বাসও রয়েছেন দলে।
নিউজিল্যান্ড 'এ' দলের সাদা বলের নেতৃত্বে থাকবেন নিক কেলি, যিনি জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র তিনটি ওয়ানডে। আর লাল বলের অধিনায়ক জো কার্টারের এখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। যদিও তারা বড় তারকা না হলেও, ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের প্রমাণ করেছেন। দলের সদস্যদের মধ্যে আছেন ক্যান্টারবেরির বর্ষসেরা ম্যাট বয়েল, ওটাগোর বর্ষসেরা ডেল ফিলিপস ও সেন্ট্রাল স্ট্যাগসের ফোর্ড ট্রফির সেরা খেলোয়াড় কার্টিস হ্যাফি, যারা গত মৌসুমে ১,০০০-এর বেশি রান করেছেন।
আগামী ১ মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরবর্তী দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ মে, প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর অনুষ্ঠিত হবে দুটি চারদিনের ম্যাচ—প্রথমটি ১৪ মে সিলেটে এবং শেষটি ২১ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড-
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।
নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াড-
মোহাম্মদ আব্বাস, আদিল অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হ্যাফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।