দুই উইকেট তুলে লাঞ্চে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ। তবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার প্রথম সেশন শেষে কিছুটা এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।

প্রথম সেশনে মোট ২৮ ওভার শেষে জিম্বাবুয়ে তুলেছে ২ উইকেটে ৮৯ রান। ৫৩ বলে ৩২ রান করে অপরাজিত আছেন নিক ওয়েলচ (২টি চার ও ২টি ছক্কা)। তার সঙ্গে ৩৪ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ইতিবাচক মানসিকতায় ব্যাটিং করে ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন।

টস ভাগ্যে জয়ী হয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ক্রেইগ আরভাইন। শুরুতে দুই পেসার দিয়ে আক্রমণ শুরু করলেও, উইকেটের দেখা না পেয়ে অষ্টম ওভারেই স্পিনার মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন শান্ত। যদিও তিনি সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম।

এরপর অবশ্য উইকেটের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অভিষিক্ত তানজিম হাসান সাকিব ব্রায়ান বেনেটকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন। এরপর স্পিনার তাইজুল ইসলাম দ্বিতীয় সাফল্য এনে দেন বেন কারানকে আউট করে। আরেকটি উইকেট নেন অভিষিক্ত তানজিম সাকিব।

প্রথম সেশনে স্পিনাররা বিশেষ করে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান নিয়ন্ত্রিত বোলিং করে সফরকারীদের চাপে রাখার চেষ্টা করেন। তবে উইকেট অনেকটাই ব্যাটিং সহায়ক থাকায় বড় সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে এই টেস্টে। টেস্ট অভিষেক হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের, যিনি বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার। প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। দলে নতুনভাবে যোগ হয়েছেন অফ স্পিনার নাঈম হাসানও।

সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর এবার চট্টগ্রাম টেস্টেও হারলে ২১ বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার তেতো স্বাদ পেতে হবে বাংলাদেশকে। তাই নাজমুল হোসেন শান্তর দল চাইবে দ্বিতীয় সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসতে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

খেলার দুনিয়া | ফলো করুন :