পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় দল
পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ পর্যটকের। জম্মু-কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। তারই অংশ হিসেবে পাকিস্তানে আয়োজিত ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।
আগামী ২৮ মে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে শুরু হওয়ার কথা ছিল এই আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। প্রাথমিকভাবে ভারত সিদ্ধান্ত নিয়েছিল ২২ খেলোয়াড়সহ ৩০ জনের একটি বড় দল পাঠাবে। পাকিস্তান ভলিবল সংস্থার (পিভিএফ) এক কর্মকর্তা, আবদুল আহাদ জানিয়েছেন, ভারতের অংশগ্রহণ নিশ্চিত ছিল। তবে ২২ এপ্রিল পাহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় ভলিবল সংস্থা তাদের সিদ্ধান্ত বদলানোর কথা জানায়।
আহাদ বলেন, 'পরিস্থিতির পরিবর্তনের কারণে ভারতীয় দল খেলতে আসছে না। জঙ্গি হামলার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।' দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের ছাপ কেবল ক্রিকেটেই নয়, ছড়িয়ে পড়ছে অন্যান্য খেলাতেও।
যদিও এটি নতুন কোনো ঘটনা নয়। ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট কার্যত বন্ধ। দুই দেশ এখন কেবলমাত্র আইসিসি বা এশীয় প্রতিযোগিতার মঞ্চেই মুখোমুখি হয়। এমনকি, সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘হাইব্রিড মডেল’-এর সাহায্যে খেলা হয়েছে, যেখানে এক দেশ অপরদেশে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলে থাকে।