হতাশার দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৪৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৫

প্রথম সেশন শেষে পারফরম্যান্সের বিচারে কোনো দলকেই খুব একটা এগিয়ে রাখার উপায় ছিল না। সেই সেশনে ২ উইকেটে ৮৯ রান তুলে লাঞ্চ বিরতিতে  গিয়েছেল জিম্বাবুয়ে দল। তবে বাংলাদেশ যেহেতু সিরিজে পিছিয়ে আছে তাই এমন শুরুকে জিম্বাবুয়ের জন্য ভালো বলাই যায়। তাই লাঞ্চের পর বাংলাদেশের কাজ ছিল দ্রুত উইকেট তুলে নেওয়া। তা করতে পারেননি টাইগার বোলাররা। আর তাতেই দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি সফরকারী দল। হতাশার এক সেশন শেষে চা বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর  দল।

৫৩ বলে ৩২ রান করে দিনের দ্বিতীয় সেশন শুরু করেছিলেন নিক ওয়েলচ। তার সঙ্গে ছিলেন ৩৪ বলে ৬ রান নিয়ে ব্যাট করা শন উইলিয়ামস। এরপর দ্বিতীয় সেশনে দুই ব্যাটারই তুলে নিয়েছেন অর্ধশতক। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে মোট ২৮ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৭২ রান। ওয়েলচ ৫৪ ও উইলিয়ামস অপরাজিত আছেন ৫৫ রানে।

তবে সেশনের মাধপথেই উইকেটে দেখা পেতে পারতো বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে সিঙ্গেল নিতে গিয়ে উইকেটের মাঝপথে গিয়েই পড়ে যান উইলিয়ামস। একপর্যায়ে পুরো শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে প্রথম থ্রোটা যায় উইকেটরক্ষক জাকের আলির কাছে। এরপর তাইজুলের কাছে বলটা দিতে বড্ড দেরি করে ফেলেন জাকের। আর তাতেই বেঁচে যান উইলিয়ামস। তাদের অপরাজিত ৮৯ রানের জুটি বড় রানের স্বপ্ন দেখাচ্ছে জিম্বাবুয়েকে।

এর আগে টস ভাগ্যে জয়ী হয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ক্রেইগ আরভাইন। শুরুতে দুই পেসার দিয়ে আক্রমণ শুরু করলেও, উইকেটের দেখা না পেয়ে অষ্টম ওভারেই স্পিনার মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন শান্ত। যদিও তিনি সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম।

এরপর অবশ্য উইকেটের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অভিষিক্ত তানজিম হাসান সাকিব ব্রায়ান বেনেটকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন। এরপর স্পিনার তাইজুল ইসলাম দ্বিতীয় সাফল্য এনে দেন বেন কারানকে আউট করে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :