ধীরগতির ব্যাটিং নিয়ে যা বললেন কোহলি
চলছে আইপিএলের ১৮ তম আসর। তবে এখনো শিরোপার দেখা পাননি প্রথম আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা বিরাট কোহলি। তবে এবার যেন শিরোপা জিততেই মাঠে নেমেছে দলটি। গতকাল দিল্লিকে হারিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে এসেছে বেঙ্গালুরু। আর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে কোহলি।
দিল্লির দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে উঠে আসেন কোহলি। তবে তার ইনিংস নিয়ে হয়েছে সমালোচনা। কারণ তার ধীরগতির ব্যাটিংয়েই ছোট লক্ষ্যকে বড় করে তুলেছিল বেঙ্গালুরু। মাত্র ১০৮.৫২ স্ট্রাইক রেটে ৪৭ বলে ৫১ রান করেন তিনি। তবে ক্রুণাল পান্ডিয়ার দুর্দান্ত ইনিংসে জয় পায় বেঙ্গালুরু। ম্যাচ জয়ের পর নিজের ধীরগতির ব্যাটিং নিয়ে কথা বলেছেন কোহলি।
ম্যাচের পর কোহলি বলেন, ‘এই মাঠে জেতা কঠিন ছিল। এই পিচটা অন্যগুলোর থেকে আলাদা। তবে যখনই আমি রান তাড়া করি, ডাগআউটের দিকে তাকাই। আমি চেষ্টা করি এক বা দু’রান নিয়ে রানের গতি বজায় রাখতে। লোকে ভুলে যায় যে, পার্টনারশিপের দরকার আছে। তার মাধ্যমেই বোলারদের উপর চাপ তৈরি করা যায়।’
এরপর সতীর্থদের প্রশংসা করে কোহলি বলেন, ‘ক্রুণাল অসাধারণ। ও আমাকে বলেছিল, সাবধানে খেলতে। আর ও বড় শট খেলবে। তাছাড়া আমাদের দলে টিম ডেভিডের মতো শক্তিশালী ব্যাটার আছে। হ্যাজলউড ও ভুবনেশ্বর বিশ্বমানের বোলার। সেই কারণেই হ্যাজলউডের মাথায় এখন বেগুনি টুপি।’
আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি। ১০ ম্যাচে ৬৩.২৯ গড়ে করেছেন ৪৪৩ রান। তার দলও আছে টেবিলে সবার ওপরে।