তাইজুলের ফাইফারে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:২৭ পিএম | ২৮ এপ্রিল, ২০২৫

দিনের শেষ সেশনটা যে জিম্বাবুয়ের জন্য ভালো যাবে না তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল দিনের তৃতীয় সেশনের প্রথম ওভারেই। ৮৯ রানের অপরাজিত জুটি নিয়ে চা বিরতিতে যাওয়া জিম্বাবুয়ের ব্যাটার নিক ওয়েলচ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠে ছাড়েন ব্যক্তিগত ৫৪ রানে। এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ দল। টাইগারদের দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে পথ হারায় সফরকারীরা। তৃতীয় সেশনে ৬৬ রান তুলতেই জিম্বাবুয়ে হারিয়েছে ৭ উইকেট। আর তাতেই দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে ক্রেগ আরভিনের দল।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় সেশনের প্রথম সাফল্য পান নাঈম হাসান। তার অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটকিপার জাকের আলীর হাতে ক্যাচ দেন অধিনায়ক আরভিন। তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৫ রান। অধিনায়কের বিদায়ের পর দিনের সেরা ব্যাটার শন উইলিয়ামসও টিকতে পারেননি বেশিক্ষণ। নাঈমকে চালিয়ে খেলতে গিয়ে তানজিদ তামিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন উইলিয়ামস। আর তাতেই অবসান ঘটে তার ৬৭ রানের দুর্দান্ত ইনিংসের।

পরপর দুই উইকেট হারানোর পর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন ওয়েসলি মাধেভেরে। তবে তাইজুল ইসলাম সেটি হতে দেন নি। নিজের ২২তম ওভারের প্রথম বলেই ১৫ রান করা মাধেভেরেকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাইজুল। এর খানিক বাদেই আবারও তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত ওয়েলিংটন মাসাকাদজা। টার্ন নিয়ে ভিতরে ঢোকা বল ব্যাটে লাগাতে পারেননি তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। তবে বাঁচতে পারেননি। তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হয়ে ৬ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। পরের বলেই আবারও উইকেটের পতন। প্রথম বলেই বোল্ড হন রিকার্ড নাগারাভা। বাঁ-হাতি এই স্পিনার তুলে নেন নিজের চতুর্থ উইকেট।

এরপর ভিনসেন্ট মাশেসেকার রান আউটে বিদায়ের পর মাঠে নামেন রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে যাওয়ার ওয়েলচ। কিন্তু তাইজুলকে ছক্কা মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন। আর তাতেই টেস্ট ক্যারিয়ারে ১৬ তম ফাইফার তুলে নেন তাইজুল।

এর আগে হতাশার এক সেশন পার করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় সেশনে ২৮ ওভার বল করে কোনো উইকেট পায়নি টাইগাররা। অন্যদিকে জিম্বাবুয়ে করেছিল ৭২ রান। আর প্রথম সেশনে দুই দলই ছিল সমানে-সমান। সেই সেশনে ২ উইকেটে বিনিময়ে জিম্বাবুয়ে করেছিল ৮৯ রান।
এদিন টস ভাগ্যে জয়ী হয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক। শুরুতে দুই পেসার দিয়ে আক্রমণ শুরু করলেও, উইকেটের দেখা না পেয়ে অষ্টম ওভারেই স্পিনার মেহেদি হাসান মিরাজকে আক্রমণে আনেন শান্ত। যদিও তিনি সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম।

এরপর অবশ্য উইকেটের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। অভিষিক্ত তানজিম হাসান সাকিব ব্রায়ান বেনেটকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন। এরপর স্পিনার তাইজুল ইসলাম দ্বিতীয় সাফল্য এনে দেন বেন কারানকে আউট করে।

খেলার দুনিয়া | ফলো করুন :