রেকর্ড গড়ে প্রতিশোধ নিল বাংলাদেশের যুবারা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:২৭ পিএম | ২৮ এপ্রিল, ২০২৫

প্রথম ম্যাচে ৯৮ রানের বিশাল ব্যবধানে হার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যেন দ্বিতীয় ম্যাচে নামার আগে প্রতিজ্ঞা করেই নেমেছিল প্রতিশোধ নেওয়ার। আর হয়েছেও তাই। ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা। জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের রেকর্ড গড়া জুটিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আর তাতেই ৬ ম্যাচের সিরিজে ১-১  এ সমতায় ফিরল টাইগার যুবারা। 

আজ (সোমবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২১১ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৯৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে তামিমের দল। আবরার ও অধিনায়ক তামিম গড়েছেন ১৮০ রানের জুটি। যা দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল এনামুল হক বিজয় ও লিটন দাসের দখলে (১৭৯)।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার কামাল সিদ্দিকি। এটাই শেষ এবং একমাত্র সফলতা লঙ্কান যুবাদের। এরপর তাদের রীতিমতো শাসন করেছেন আবরার ও তামিম। আবরারের ব্যাট থেকে এসেছে ১০৬ বলে অপরাজিত ১৩০ রানের টর্নেডো ইনিংস। তামিম অপরাজিত ছিলেন ৬৯ রানে। আর তাতেই ৯৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল লঙ্কান যুবারা। দলীয় ৩০ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আল ফাহাদের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ডুলনিথ সিগেরা। ১৪ বলে ২৩ রান এসেছে লঙ্কান এই ওপেনারের ব্যাট থেকে। এরপরই শুরু হয় পেসার আল ফাহাদের ঝলক। একাই নিয়েছেন ৬ উইকেট। আর তাতেই ২১১ রানে থেমে যায় শ্রীলঙ্কা।

এদিন অবশ্য আরেকটি রেকর্ড গড়েছেন ওপেনার আবরার। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৯২ রান নিয়েছেন বাউন্ডারি মেরে। ভেঙেছেন পিনাক ঘোষের ৯০ রানের রেকর্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :