দর্শক টানতে নতুন উদ্যোগ বিসিবির
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর প্রথম আন্তর্জাতিক সিরিজই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেই নিজেদের মাঠে হেরে বসেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই দলের এমন টানা ব্যর্থতায় কিছুটা হলেও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই গ্যালারির দিকে চোখ দিলেই দর্শকদের দেখা পাওয়া যায় না।
দর্শকখরা কাটাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। আজ ২৮ এপ্রিল (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন থেকে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।’ এজন্য ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয়েছে সহজ শর্ত। বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের জন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরতে হবে এবং একটি বৈধ স্কুল আইডি বহন করতে হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে ঘিরে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ কম থাকে। তাই এর আগে দর্শক টানতে সর্বনিম্ন টিকিট মূল্য ৫০ টাকা করা হয়েছিল। তবে তাতে লাভ হয়নি কোনো। গ্যালারির পুরোটা জায়গাই ফাঁকা থাকে। তাই এবার বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার ব্যবস্থা করছে বিসিবি।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম দুই সেশন নিজেদের করে নিয়েছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। তবে তৃতীয় সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েছে সফরকারীরা। শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।