এক ঘণ্টায় বোয়িং বিমানের ব্যবস্থা, শাহরুখ খানের উদারতায় মুগ্ধ আকরাম

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৩৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাফল্যের গল্প শুধু মাঠে সীমাবদ্ধ নয়, দলের বাইরে থেকেও এক উজ্জ্বল আলো ছড়ান মালিক শাহরুখ খান। জয় বা পরাজয়-দলের প্রতি তার অগাধ ভালোবাসা ও সমর্থন বারবার ফুটে উঠেছে নানা সময়ে। এবার কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম জানালেন, শাহরুখের উদারতা আর নেতৃত্বের এক অনন্য উদাহরণ।

২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত কেকেআরের বোলিং কোচের দায়িত্বে ছিলেন আকরাম। তার মাঝেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতে নাইটরা। এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেন ২০১২ সালের এক ঘটনার, যখন শাহরুখ মাত্র এক ঘণ্টার মধ্যে গোটা দলের জন্য একটি বোয়িং বিমান ব্যবস্থা করে দেন।

ওয়াসিম আকরাম বলেন, ‘আমার মনে হয়, ২০১২ সালের ঘটনা। আমাদের নকআউট ম্যাচ ছিল কলকাতায়, আর আমরা বাইরে থেকে খেলে ফিরছিলাম। শাহরুখও তখন দলের সঙ্গে ছিলেন। আমি বললাম, ‘খান সাহেব, একটা অনুরোধ ছিল। কাল আমরা পৌঁছব, পরশু ম্যাচ। ছেলেরা ক্লান্ত হয়ে যাবে। একটা প্রাইভেট প্লেন যদি পাওয়া যায়।’

শাহরুখের সহজ উত্তর ছিল, ‘ক্লান্ত হয়ে যাবে, না? ঠিক আছে, কোনও সমস্যা নেই।’ এরপর মাত্র এক ঘণ্টার মধ্যেই বোয়িং বিমানের ব্যবস্থা হয়ে যায় পুরো দলের জন্য।

ঘটনাচক্রে সেই আইপিএল আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, ফাইনালে হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে।

খেলার দুনিয়া | ফলো করুন :