চা বিরতির আগে ২০৫ তুলল বাংলাদেশ, সাদমানের সেঞ্চুরি
সিরিজের দ্বিতীয় দিনে মাঠে ফিরেই বোলাররা হাত ঘুরিয়ে জিম্বাবুয়ের ব্যাটার মুজারাবানিকে ফিরিয়ে সকালে ভালো শুরু করল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের তাইজুলের বলে হালকা করে ব্যাট ছুঁইয়েছিলেন মুজারাবানি তাতে সামান্য এজ লেগে আউট হন তিনি। ম্যাচে ফিরতে ওপেনিংয়ে নামা সাদমানের সেঞ্চুরিতে ভর করে ২০৫ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে থেকে ২৫ রান পিছিয়ে আছে টাইগাররা।
চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় দিনে দুই স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে বাংলাদেশ। পরে ব্যাট হাতে বাকি কাজ সারেন ওপেনিংয়ে নামা সাদমান। বল দেখে খেলতে গিয়ে ব্যক্তিগত ফিফটিও পেয়ে গেলেন সাদমান ইসলাম। ৮০ বল খেলে ৭ চারে ৫১ রানে অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ষষ্ঠ ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ৬৪ রানের ইনিংসের পর প্রথম হাফসেঞ্চুরিও এটি।
সাদমানের সঙ্গে এনামুলের বোঝাপড়া ভালো হওয়ায় শুরুতে খুব একটা বেগ পেতে হয় নি টাইগারদের। তবে েআঘাতটা আসে ৩১ ওভারের শুরুতে। মুজারাবানির অফ স্টাম্পের একটু বাইরে ব্যাক অফ লেন্থে পিচ করে ভেতরে ঢোকা বল। ভুল লাইনে ব্যাট চালিয়েছেন এনামুল। বল তার পায়ে লেগেছে। তাতে তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুল আউট হলেন ৩৯ রান করে।
পরে মাঠা নামা মুমিনুল ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও ৫৩ ওভারে ৬৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। অপরপ্রান্তে সাদমানের লড়াই অবশ্য তখনও চলছিলো। অবশেষে ৪১ ওভারে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখাও পেয়ে যান সাদমান। অফ স্টাম্পের বাইরে নাগারাবার ফুল লেন্থের বল পেয়ে সাদমান ড্রাইভ করলেন। এক্সট্রা কভার ও মিড অফের মাঝ দিয়ে বল সোজা সীমানার বাইরে। এই সেঞ্চুরির পথে টেস্ট ক্যারিয়ারের ১০০০ রানের মাইলফলকও পেরিয়েছেন সাদমান।
মুমিনুল ফেরার পরপরই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। পরের ওভারের প্রথম বলেই রায়ান বেনেট এলবিডব্লু করলেন সাদমানকে। তাতে ১৯৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে মাঠে নামা মুশফিকুর রহিম ৯ রান করলে তাতে আরো ২ রান যোগ করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেত ২০৫ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ।