মোহামেডানকে গুড়িয়ে ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনী

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:২৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেষ হাসিটা হাসল আবাহনীই! প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার ও সবমিলিয়ে ২৪তম শিরোপা জয়ের স্বাদ নিল আবাহনী লিমিটেড। এবারের আসরের শুরু থেকেই দুরন্ত শুরু করা আবাহনীর ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ছিল। আর আবাহনীর শক্ত প্রতিপক্ষ মোহামেডান সেখানটায় ২ পয়েন্ট পিছিয়ে থেকে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল। শুরুতে হোঁচট খেলেও মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় আবাহনী।

মিরপুরে আজ লিগের শেষ ম্যাচটি বনে যায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে। যেখানে আগে ব্যাট করতে নেমে ২৪০ রানের অলআউট হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ৪ উইকেটে জয় তুলে নেয় আবাহনী।

২৪১ রানের লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতে হোঁচট খেয়েছিল আবাহনী। ৫৮ রানে দুই ওপেনার আউট হয়ে গেলে বেশ চাপে পড়ে যায় দলটি। পরে তিনে নামা জিসান আলম দলকে টেনে তোলার চেষ্টা করলেও শেষপর্যন্ত সংগ্রহটা বেশি বড় করতে পারেন নি তিনি। ২০ ওভারে নাসুম আহমেদের বলে সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

জিসান ফিরলে মাঠে নামা মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ব্যাটিংয়ে হালে পানি পায় আবাহনী। অপরপ্রান্তে তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে অপরাজিত ৭৮ রানের ভর করে শেষপর্যন্ত ৯ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় আবাহনী। আর মোহাম্মদ মিথুনও ৭৯ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তাতে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় তুলে শিরোপা নিজেদের করে নেয় দলটি। মোহামেডানের হয়ে দুই উইকেট নেন নাসুম আহমেদ আর একটি করে উইকেট নেন এবাদত হোসেন ও সাইফ উদ্দিন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে মোহামেডান। দুই ওপেনার তৌফিক খান তুষার এবং রনি তালুকদার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। পরে ১৬ রান করে ফিরে যান তুষার, দ্রুত সাজঘরের পথ ধরেন রনিও। তার ব্যাট থেকে এসেছে ৪৫ রান। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনে ব্যাট করতে নামা আনিসুল ইসলাম ইমন।

পরে দলের হাল ধরতে মাঠে নামেন দুই অভিজ্ঞ ক্রিকেটার ফরহাদ হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বেশিদূর এগোয়নি তাদের জুটি। দলীয় ১২৪ রানে থাকা অবস্থায় মেহেরব হোসেন অহিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ফরহাদ। তাতে ৪ উইকেট হারিয়ে বিপাকেই পড়ে যায় মোহামেডান। পরে অবশ্য আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মাহমুদউল্লাহ। গড়েন ৯০ রানের জুটি ব্যক্তিগত ৫০ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহ। অর্ধ-শতক করে ফেরেন আরিফুলও। বাকিরা বড় কোনো সংগ্রহ করতে না পারায় আড়াইশোর আগেই থামে মোহামেডান। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন এবং মৃত্যুঞ্জয়।

 

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোটিং ক্লাব : ৫০ ওভারে ২৪০/৭( আরিফ ৫০,রনি ৪৭ ; সৈকত ২/৩৯)

আবাহনী লিমিটেড : ৪০.৪ ওভারে ২৪৩/৪ ( সৈকত ৭৮* মিথুন ৬৬*; নাসুম আহমেদ ২/৫৯)

ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মোসাদ্দেক হোসেন সৈকত।

 

খেলার দুনিয়া | ফলো করুন :