আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল বসুন্ধরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:০৩ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

নাটকীয়তার পর অবশেষে হয়েই গেল ফেডারেশন কাপের ফাইনাল। সেখানে শেষ হাসি হেসেছে বসুন্ধরা কিংস। বিরূপ আবহাওয়ার কারণে প্রথম পর্বের খেলার একাংশ বিঘ্নিত হওয়ায় আজ মঙ্গলবার ১৫ মিনিটের খেলা শেষপর্যন্ত ট্রাইব্রেকারে গড়িয়েছে। সেখানেও নানা বিতর্কের পরে ৫-৩ গোলে প্রতিপক্ষ আবাহনীকে হারিয়েছে কিংস। তাতে ক্রিকেটে শিরোপা নিজেদের দখলে নিতে পারলেও ফুটবলে শিরোপা অধরা থেকেছে আবাহনীর।

আজকের দিনে একই মুদ্রার এপিট-ওপিট দেখে নিয়েছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জেতার পর চোখ ছিল ফেডারেশন কাপে। তবে সেখানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে কিংসে কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে দলটি।

আবহাওয়ার কারণে খেলা সম্ভব না হওয়ায় আজ ১৫ মিনিটের বাকি ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী-কিংস। সেখানেও মীমাংসা না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে আবার নানা তর্ক-বিতর্ক জন্ম দেয় ম্যাচটি। কিংসের ৫ শটেই গোল করেছেন জোনাথন ফার্নান্দেজ, মোরছালিন, তপু বর্মণ, ইনসান ও ডেসিয়েল । পাঁচে পাঁচ লক্ষ্যভেদ করায় আবারো নিজেদের দখলে রাখতে পারল শিরোপা।

এদিকে আবাহনীর আবাহনীর হয়ে চতুর্থ শট নেন মিরাজুল ইসলাম। তার নেওয়া শট কিংসের গোলরক্ষক মেহদী হাসান শ্রাবণ সেভ করেন। আর আগেই কিংস টাইব্রেকারে এক গোলের লিডে ছিল। চতুর্থ শট আবাহনী মিস করলে কিংস চ্যাম্পিয়ন হয়। সঙ্গে সঙ্গে কিংস উল্লাস শুরু করে।

তবে রেফারি অবশ্য আগেই ফাউলের পতাকা তুলেছিলেন। রেফারির এই সিদ্ধান্ত কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন মানতে পারেননি। রেফারি সায়মন সানি টাইব্রেকার পর্বে এসেও হলুদ কার্ড দেখেন নয়ন। তাতে নাটকীয়তার মধ্য দিয়ে ফাইনাল শেষ হয়।

 

খেলার দুনিয়া | ফলো করুন :