সাদমানের সেঞ্চুরিতে লিড বাংলাদেশের

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

দিনের শুরুটা ভালো ছিল টাইগারদের। ওপেনারদের দারুণ শুরু আর সাদমান ইসলামের সেঞ্চুরি দিয়ে বড় লক্ষের উপর চোখ রাখছিলো নাজমুল ইসলাম শান্তর দল। তবে শেষ মুহূর্তে বিকেলে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে উইকেট লাইন আপ। তাতে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৯১ রানের থেমেছে বাংলাদেশ। যেখানে সফরকারী জিম্বাবুয়ে থেকে ৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ সকাল থেকেই জিম্বাবুয়ের উপর ছড়ি ঘোরাচ্ছিল স্বাগতিকরা। দীর্ঘ অপেক্ষার পর এদিন সেঞ্চুরির খরা কাটালেন ওপেনার সাদমান ইসলাম। গড়ের ব্যক্তিগত ১০০ রানের মাইলফলকও। পাশাপাশি মুশফিক-বিজয়দের মাঝারি ইনিংসে ভর করে তৃতীয় সেশনের শুরুতেই লিড পায় বাংলাদেশ। যদিও সাদমান বাদে আর কেউই ব্যক্তিগত ফিফটিও পায়নি। দিনশেষে মেহেদি হাসান মিরাজ ১৬ এবং তাইজুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন।

টাইগারদের ব্যাটিং লাইন আপ আরেকটু দীর্ঘায়িত হতে পারত। তবে বিকেলের দিকে তাসের ঘরের মতো পড়তে থাকে বাংলাদেশের উইকেট। মাত্র ৩৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরলেন চার ব্যাটার। যেখানে শুরুটা হয় অধিনায়ক শান্তর হাত ধরে। অফ স্টাম্পের বাইরে বলে শর্ট মিডউইকেটে ওয়েলচকে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। তারই ফেরার চার ওভারের মাথায় ফেরেন জাকের আলি। এরপর একই পথ ধরেন মুশফিকুর রহিমও । ৫৯ বলে ৪০ রান করে ফেরেন তিনি। ৮২ ওভারে স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন নাইম হাসান।

জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসাকাজ্জা নেন সর্বোচ্চ ৩ উইকেট। আর মুজারাবানি ও মাসেকাদা নেন ১ টি করে উইকেট।

 

খেলার দুনিয়া | ফলো করুন :