ফাইনালে হেরে মেজাজ হারালেন মাহমুদউল্লাহ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:০৮ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মঙ্গলবার আবাহনীর কাছে ৬ উইকেটে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেখানে হারের দায় নিয়ে এমনিতেই মন খারাপ মাহমুদউল্লাহ রিয়াদের। এরই মাঝে আবার এক দর্শকের কথায় মেজাজ হারালেন জাতীয় দলের সদ্য সাবেক এই ক্রিকেটার।

জানা গেছে, ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে। পরে অন্য খেলোয়াড়, কর্মকর্তারা তাকে নিবৃত্ত করে মাঠে ফিরিয়ে আনেন।

এ বিষয়ে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন,‘ কর্মকর্তাদের ভুয়া বলেছিলেন ওই দর্শক। পরে রিয়াদ ভেবেছে তাকে ভুয়া বলেছে। যে কারণে সে গিয়েছিল, এছাড়া কিছু নয়।'

এ সময় মাহমুদউল্লাহর এমন আচরণ ভালোভাবে নেননি গ্যালারির দর্শকেরা। বিষয়টি নিয়ে মিনিট দশেক হট্টগোলও চলে গ্যান্ড স্ট্যান্ডে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি আজকের ম্যাচে ফিফটি করা এই ডানহাতি ব্যাটারকে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :