রাজ্য থেকে সুসংবাদ পেলেন বৈভব
আইপিএলের মতো বড়ো মঞ্চে বিশ্বের দাপুটে বোলারদের তুলোধুনো করে প্রশংসায় ভাসছেন ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে আইপিএলে সুযোগ পাওয়া বৈভব গতকাল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করেন । তাও আবার ৩৫ বলে। এমন পারফরম্যান্সের পরে এবারে তাকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তার রাজ্যের মুখ্যমন্ত্রী।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে বৈভবের মাধ্যমে ভারতে বিহারের ক্রিকেট নতুন করে আলোচনায় এসেছে। তাতেই অনেক উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি ১৪ বছর বয়সী এই ক্রিকেটারকে অভিনন্দন জানানোর পাশাপাশি ১০ লাখ রুপি আর্থিক পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী জানান, আইপিএলে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার পরই ফোনে অভিনন্দন জানিয়েছেন বৈভবকে।
বৈভবকে নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন,‘ ‘আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৪ বছর) সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভকামনা। নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরেই ভারতীয় ক্রিকেটের নতুন আশায় পরিণত হয়েছে সে। তাকে নিয়ে সবাই গর্বিত। বৈভব সূর্যবংশী ও তার বাবার সঙ্গে ২০২৪ সালে একবার দেখা হয়েছিল। সেই সময় বৈভবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলাম।’