রেকর্ড বদলে দিল পিএসজি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:১১ এএম | ৩০ এপ্রিল, ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আর্সেনালের বিপক্ষে কখনো জয়ের মুখ না দেখা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবার সেই রেকর্ড বদলে দিল। ইংলিশ জায়ান্টদেরই ঘরের মাঠ এমিরেটসে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় আর্সেনালের বিপক্ষে জয় পেল ফরাসি ক্লাবটি।

ম্যাচের একমাত্র গোলটি করেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে দেম্বেলের এই গোলেই লুইস এনরিকের দল ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল। খেলা শুরুর মাত্র চতুর্থ মিনিটেই কাভারৎস্লিয়ার বাড়ানো পাস থেকে এক স্পর্শে গোলটি করেন ফরাসি উইঙ্গার দেম্বেলে। তার বাঁ পায়ের শট আর্সেনাল রক্ষণভাগ ভেদ করে জড়িয়ে যায় জালে।

প্রথমার্ধে একতরফা দাপট দেখায় সফরকারী পিএসজি। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ফরাসি ক্লাবটি ৩১তম মিনিটে দেম্বেলের আরেকটি দুর্দান্ত শটের মাধ্যমে আবারও গোলের কাছাকাছি চলে যায়, কিন্তু আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া সেই শট রুখে দেন।

আর্সেনাল প্রথমার্ধের শেষভাগে কিছুটা ছন্দ খুঁজে পেলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ৩৭ মিনিটে সবচেয়ে বড় সুযোগ পেয়েও ফাঁকা বারে বল জড়াতে ব্যর্থ হন মিকেল মেরিনো। বিরতির আগে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শট দোন্নারুমা প্রতিহত করলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় গানাররা।

দ্বিতীয়ার্ধে শুরুতেই আর্সেনাল সমতায় ফেরার সুযোগ পায়। ৪৭তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি-কিকে হেড করে গোল করেন মেরিনো। তবে ভিএআরের সাহায্যে সেটি অফসাইড ঘোষণা করেন রেফারি। এরপর ৫৫ মিনিটে ট্রোসার্ডের নেওয়া শটও ঠেকিয়ে দেন দোন্নারুমা।

শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল। ম্যাচ শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে চলতি ইউসিএলে চার ইংলিশ ক্লাব—ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং সর্বশেষ আর্সেনালকে হারাল ফরাসিরা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটাই দুই দলের মধ্যে সবচেয়ে তরুণ-নির্ভর সেমিফাইনাল বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদ ম্যাট বার্টজ। পাশাপাশি ৫৮৩৮ দিন পর সেমিফাইনালের মঞ্চে খেলতে নেমেছিল আর্সেনাল, কিন্তু প্রত্যাবর্তনের সেই গল্পে বাধা হয়ে দাঁড়াল পিএসজি।

আগামী সপ্তাহে ফিরতি লেগে পিএসজির মাঠে নামবে দুই দল। সেখানেই নির্ধারণ হবে, কে যাচ্ছে ইউরোপের সবচেয়ে মর্যাদার ক্লাব প্রতিযোগিতার ফাইনালে।

খেলার দুনিয়া | ফলো করুন :