রিয়াল ছাড়বেন আনচেলোত্তি, ব্রাজিলের দায়িত্ব নেবেন জুনে?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:১৩ এএম | ৩০ এপ্রিল, ২০২৫

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলোত্তির সময় প্রায় শেষের পথে। ইতোমধ্যেই ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে তার সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কবে রিয়াল তাকে বিদায় জানাবে, তা নিয়ে এখনও জল্পনা অব্যাহত।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে গেছে লস ব্ল্যাঙ্কোসরা। এরপর কোপা দেল রে-তেও বার্সেলোনার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছে। লা লিগা তালিকায় বার্সার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। একের পর এক ব্যর্থতায় আনচেলোত্তির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।

তবে রিয়াল মাদ্রিদ এখনই আনচেলোত্তিকে ছাঁটাই করতে চায় না। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ চান, আনচেলোত্তিকে সম্মানের সঙ্গেই বিদায় জানাতে। যদি রিয়াল লা লিগা জেতে, তাহলে সেটিই হবে তাঁর বিদায়ী মঞ্চ।

অন্যদিকে ১৪ জুন থেকে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপের আগেই ব্রাজিল জাতীয় দল আনচেলোত্তিকে দায়িত্ব দিতে চায়। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকলেও, ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। তাই সময়ের মধ্যেই স্থায়ী কোচ নিয়োগ করাটা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদি আনচেলোত্তি জুনের মধ্যেই ব্রাজিল দলের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে কে থাকবেন—তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে রিয়ালের সাবেক খেলোয়াড় এবং কাস্তিয়ার বর্তমান কোচ রাউল গঞ্জালেজ এবং প্রাক্তন কোচ সান্তিয়াগো সোলারির নাম।

খেলার দুনিয়া | ফলো করুন :