১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট, মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:২৪ পিএম | ৩০ এপ্রিল, ২০২৫

১৭ বছরের দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। সেই প্রত্যাবর্তনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচ ম্যাচের এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

২০০৮ সালের ১১ এপ্রিল ফয়সালাবাদে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল-সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এরপর নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় আর আন্তর্জাতিক ক্রিকেটের মুখ দেখেনি এই স্টেডিয়াম। এবার নতুন করে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করার পর ইকবাল স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রস্তুত।

প্রথমে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত পিসিবি ও বিসিবির আলোচনায় সিরিজটি পুরোপুরি টি-টোয়েন্টি ফরম্যাটে রূপ নেয়। কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে আসন্ন ২০২৫ এশিয়া কাপ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টি। দুটোই হবে সংক্ষিপ্ত সংস্করণে, তাই ওয়ানডে বাতিলের সিদ্ধান্ত।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত পাকিস্তান স্পষ্টভাবে এগিয়ে। মোট ১৯ ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে, বাকি ১৬ ম্যাচে জয় পাকিস্তানের।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি
তারিখ    ম্যাচ                   ভেন্যু
২৫ মে প্রথম টি-টোয়েন্টি ফয়সালাবাদ
২৭ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ফয়সালাবাদ
৩০ মে তৃতীয় টি-টোয়েন্টি লাহোর
১ জুন চতুর্থ টি-টোয়েন্টি লাহোর
৩ জুন পঞ্চম টি-টোয়েন্টি লাহোর

খেলার দুনিয়া | ফলো করুন :