আইপিএল থেকে ছিটকে গেলো চেন্নাই, এটিই কী শেষ আইপিএল ধোনির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:১১ এএম | ০১ মে, ২০২৫

আইপিএলের ১৮তম আসরে শেষ পর্যন্ত থেমে গেল চেন্নাই সুপার কিংসের যাত্রা। ঘরের মাঠ চিপকে বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে মৌসুম থেকেই ছিটকে গেছে মাহেন্দ্র সিং ধোনির দল। যদিও এখনও কাগজে-কলমে কিছু ম্যাচ বাকি, তাতে চেন্নাইয়ের ভাগ্যে কিছুই বদলাবে না।

তবে মাঠের হার ছাপিয়ে সমর্থকদের চোখ এখন ধোনির দিকে-পরের বছরও কি তাঁকে দেখা যাবে চিপকে চেনা সেই হলুদ জার্সিতে?

ম্যাচের টসের সময় সরাসরি ধোনিকে প্রশ্ন করা হয়—এটাই কি তার শেষ আইপিএল? কিন্তু বরাবরের মতোই ধোঁয়াটে উত্তর দিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেন, ‘আমি জানি না। এইটুকু জানি, পরের ম্যাচ খেলব।’

উত্তরের পর নিজেই হেসে ফেলেন ধোনি। ধোনির এই রহস্যময় উত্তরই যেন চেন্নাই ভক্তদের হতাশার মধ্যে এক চিলতে আশার রেখা হয়ে রইল। হারের পর ধোনি নিজেদের সমস্যার দিকটিও তুলে ধরেন সরলভাষায়। বলেন, ‘গর্বের বিষয়টা অন্যতম। অধিকাংশ ম্যাচ ঘরের মাঠে খেলা হয়। হোম অ্যাডভান্টেজ খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা কাজে লাগাতে পারিনি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দল একই আছে। আমরা এমন একটা দল যারা খুব বেশি পরিবর্তন করি না। কিন্তু এবছর আমরা বেশ কয়েকটা পরিবর্তন করেছি।’

চেন্নাইয়ের দীর্ঘদিনের স্ট্র্যাটেজি ছিল ‘নির্ভরযোগ্যতার ধারা’-একই স্কোয়াড, অভিজ্ঞ মুখ, স্থিতিশীল নেতৃত্ব। কিন্তু এবার সেই ছকে হেরফের আনতেই হোঁচট খেল দলটি।

ধোনি কি বিদায় জানাবেন? নাকি আরও একবার ফিরবেন? ক্রিকেট বিশ্ব থেকে অবসর নেওয়ার পর কেবল আইপিএলের জন্যই ধোনি ছিলেন সক্রিয়। ৫টি ট্রফি জয়ী ক্যাপ্টেনের হাতে আরেকবার ট্রফি উঠবে কি না, সেটিই এখন কোটি টাকার প্রশ্ন।

খেলার দুনিয়া | ফলো করুন :