একদিনেই স্বপ্ন ভাঙল দুই কিংবদন্তির
পেশাদার ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব একদিনেই বিদায় নিল দুটি ভিন্ন মহাদেশীয় প্রতিযোগিতা থেকে। ইউরোপের বাইরেও তারা যে এখনও ক্লাব ফুটবলে কেন্দ্রবিন্দুতে, তা প্রমাণিত হলেও- গত বুধবার রাতের ম্যাচে তাদের শিরোপা জয়ের আশা ভঙ্গ হয় দুজনেরই।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সৌদির ক্লাব আল নাসের মুখোমুখি হয় জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের। ম্যাচটি ছিল সৌদি আরবেই, কিন্তু ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় রোনালদোর দল। তারা হেরে যায় ২-৩ গোলে।
রোনালদোর একটি হেড গোলপোস্টে লেগে ফিরে এলে হতাশা বেড়ে যায়। আল নাসেরের হয়ে মানে ও ইয়াহিয়া গোল করলেও ম্যাচে সমতা ফেরাতে পারেননি তারা। এ নিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হলো রোনালদোর সৌদি মিশনে।
একই দিনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেয় লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। প্রথম লেগে ০-২ গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। কিন্তু কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ১-৩ গোলের পরাজয় নিশ্চিত করে তাদের বিদায়।
মায়ামির পক্ষে একমাত্র গোলটি করেন জোদি আলবা। তবে ম্যাচে দুই মিনিটের ব্যবধানে ব্রায়ান হোয়াইট ও পেদ্রো ভিটের গোলেই ভ্যাঙ্কুভারের জয় নিশ্চিত হয়। মায়ামির খেলায় কখনোই দেখা যায়নি তিন গোলের ব্যবধানে জয়ের মরিয়া চেষ্টার ছাপ।
রোনালদো ও মেসি দুজনেই পেশাদার ক্যারিয়ারের শেষ প্রান্তে। ইউরোপের ক্লাব ফুটবলে দীর্ঘ এক যুগের চিরপ্রতিদ্বন্দ্বিতা শেষে এখন তারা খেলছেন যথাক্রমে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে। যদিও মাঠে তাদের আগ্রাসী মানসিকতা ও শিরোপা জয়ের ক্ষুধা এখনো স্পষ্ট।