বাংলাদেশের হয়ে খেলতে সামিত সোম পেলেন কানাডার ছাড়পত্র

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:০৯ পিএম | ০১ মে, ২০২৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন এক সম্ভাবনার পথে হাঁটছে। কানাডার জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম এখন বাংলাদেশের হয়ে খেলার পথে রয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী বাফুফে পেয়েছে কানাডা ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র। এই চিঠিতে সামিতের পক্ষে খেলা দুই আন্তর্জাতিক ম্যাচের সময়কাল, প্রতিপক্ষ ও বিস্তারিত তথ্য রয়েছে।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, সামিতের পাসপোর্টের আবেদন করা হবে শুক্রবার। এরপর পাসপোর্ট হাতে পেলেই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন জানানো হবে তার জাতীয়তা পরিবর্তনের অনুমতির জন্য। বাফুফে চেষ্টা করছে আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সামিতকে মাঠে নামাতে।

অন্য দেশের হয়ে খেলা কোনো ফুটবলারকে নতুন দেশের হয়ে খেলানোর ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার পর অনাপত্তিপত্র নেওয়া হয়। কিন্তু সামিত যেহেতু চূড়ান্তভাবে বাংলাদেশের হয়ে খেলতে চান, তাই বাফুফে জন্ম নিবন্ধন ও খেলোয়াড়ের নিজস্ব ঘোষণাপত্র দিয়েই কানাডা ফেডারেশনের কাছে অনুরোধ পাঠায়। তাদের নির্দিষ্ট সংযোগের মাধ্যমে দ্রুতই চিঠি আদান-প্রদান সম্ভব হয়েছে।

এখন সামিতের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর তার ও তার পরিবারের প্রয়োজনীয় কাগজপত্রসহ ফিফার কাছে আবেদন করবে বাফুফে। ফিফা যদি ২ জুনের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত দেয়, তাহলে ৩ জুনের মধ্যে সামিতকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিবন্ধন করা যাবে।

যদিও ফিফার কাছ থেকে অনুমতি পাওয়া কতটা দ্রুত সম্ভব হবে তা এখনো অনিশ্চিত। ইংল্যান্ডে খেলা হামজা চৌধুরীর এই প্রক্রিয়ায় সময় লেগেছিল তিন মাস।

খেলার দুনিয়া | ফলো করুন :