শান্তর ভাবনায় এখন শ্রীলঙ্কা সফর
জিম্বাবুয়ের সঙ্গে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ১-১ সমতা-এই ফলকে সন্তোষজনক মনে করছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেলেও সিলেটে প্রথম ম্যাচের হারায় সিরিজ জয় ছিল হাতছাড়া। এমন ফলাফলে অখুশি শান্ত চোখ রাখলেন সামনে আসন্ন শ্রীলঙ্কা সফরের দিকে। দিলেন স্পষ্ট বার্তা!
আগামী মাসেই বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে, যেখানে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই শুরু হবে নতুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। সেই সিরিজে ভালো করতে হলে কিছু নির্দিষ্ট জায়গায় উন্নতি প্রয়োজন বলে মনে করছেন শান্ত।
অধিনায়ক শান্ত বলছিলেন, ‘আমি চাইব টপ অর্ডারে যেন আরও বড় রান হয়, কেউ যেন ৪০ রান করে, ১০০ রান করেও আউট না হয়ে যায়। দুই টেস্টে যেন লম্বা ইনিংস আসে। যেটা সম্ভব, শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকে। কিংবা যে কন্ডিশনই থাকুক, টপ অর্ডার যেন ভালো করে।’
শুধু ব্যাটিং নয়, পেস বোলিং ইউনিটের ধারাবাহিকতা নিয়েও তিনি আশাবাদী। পাশাপাশি গুরুত্ব দিয়েছেন লোয়ার অর্ডারের ব্যাটিংয়েও। চট্টগ্রাম টেস্টে মেহেদী হাসান মিরাজের সঙ্গে লোয়ার অর্ডারের কার্যকর জুটি গড়ে দলকে বড় সংগ্রহে পৌঁছাতে সাহায্য করেছিল। তিনটি শেষ জুটিতে এসেছিল ১৬৫ রান, যার মধ্যে নবম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে আসে ৯৬ রানের জুটি।
বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘টেস্ট ম্যাচ জেতার জন্য জেনুইন পাঁচজন বোলার লাগবেই’ মন্তব্য করে শান্ত ব্যাখ্যা করেছেন, কেন লোয়ার অর্ডারের ব্যাটিং এখন এত গুরুত্বপূর্ণ। ‘এই ১০টি রান করা বা ৫০ বল খেলা খুব জরুরি।’ তবে শান্ত নিজেও নিশ্চিত নন, শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হিসেবে থাকবেন কি না। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে বোর্ড ‘এই সিরিজের জন্য’ অধিনায়ক করেছে বলেই জানিয়েছিলেন তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ তাই শান্তর জন্য হতে পারে আরেকটি প্রমাণের মঞ্চ-নতুন চক্রে ভালো শুরু আর অধিনায়কত্ব ধরে রাখার লড়াই।