চাহালকে নিয়ে মাহভাশের আবেগঘন বার্তা, সম্পর্ক নিয়ে নতুন জল্পনা
আইপিএলের মঞ্চে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আবারও শিরোনামে যুজবেন্দ্র চাহাল। তবে মাঠের বাইরেও আলোচনায় তিনি-আর তার অন্যতম কারণ আরজে মাহভাশ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হ্যাটট্রিক করার পর চাহালকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মাহভাশ, যা নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। প্রশ্ন উঠছে তাহলে কি কাছে আসার গল্প লিখছেন চাহাল-মাহভাশ?
গত বুধবারের ম্যাচে আইপিএলের ইতিহাসে নতুন অধ্যায় লেখেন চাহাল। চেন্নাইয়ের বিরুদ্ধে এক ওভারে তুলে নেন টানা তিন উইকেট-দীপক হুডা, অংশুল কম্বোজ এবং নুর আহমেদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক, আর চেন্নাইয়ের বিপক্ষে আইপিএলে প্রথম হ্যাটট্রিক। এমন পারফরম্যান্সে ম্যাচের মোড় ঘুরে যায়।
চাহালের এই কীর্তিতে বরাবরের মতোই উচ্ছ্বসিত মাহভাশ। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “চাহাল কি ঈশ্বরীয় ফর্মে রয়েছে? তার মধ্যে সবসময় যোদ্ধার মতো শক্তি ছিল।” সঙ্গে দিয়েছেন ‘স্যার’ সম্বোধন করে স্যালুট ইমোজি।
এর আগেও কেকেআরের বিপক্ষে চার উইকেট নেওয়ার সময় চাহালকে নিয়ে মাহভাশ লিখেছিলেন, 'তুমি কত্ত প্রতিভাবান! এই জন্যই তো তুমি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী'-পাশে কাঁদতে থাকা ইমোজি, যেন আনন্দাশ্রু।
ব্যক্তিগত জীবনে চাহাল কিছুটা কঠিন সময় পার করলেও, তার পাশে সবসময় ছায়ার মতো থেকেছেন মাহভাশ। ইনজুরি ও জাতীয় দলের বাইরে থাকা চাহালের মনোবল চাঙা রাখতে মাঠে গিয়ে উৎসাহ দিয়েছেন তিনি। এসবই প্রশ্ন তুলছে-চাহাল ও মাহভাশের সম্পর্ক কি কেবলই বন্ধুত্বের?