চীন-বাংলাদেশ কূটনৈতিক বন্ধনে ক্রিকেট

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:১৬ পিএম | ০২ মে, ২০২৫

খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং কূটনৈতিক সম্পর্ক জোরদারের শক্তিশালী প্ল্যাটফর্ম-এ ধারণাকেই আবারও সামনে আনছে চীন। ১৯৭১ সালের ঐতিহাসিক ‘পিং পং কূটনীতি’র পথ ধরে এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ক্রিকেটকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় দেশটি।

চীনের ঢাকাস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সজীবও।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেরিফাইড ফেসবুক পেজে এনিয়ে তার এডমিন লিখেছেন, ‘চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন জানিয়েছেন, বন্ধুত্ব আরও গভীর করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
চীন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ও প্রশিক্ষণে সহায়তা করতে আগ্রহী বলেও জানান তিনি। এটি দুই দেশের ক্রীড়া কূটনীতির নতুন এক সম্ভাবনার দিক উন্মোচন করেছে।’

যদিও চীনে ক্রিকেট এখনও মূলধারার খেলা হয়ে উঠেনি, তবে বাংলাদেশের মতো জনপ্রিয় ক্রিকেট জাতিকে নিয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করে তারা খেলাটির বিস্তারে ভূমিকা রাখতে চায়। এর পাশাপাশি চীন জানিয়েছে, বাংলাদেশে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষক পাঠানো, প্রযুক্তি সহযোগিতা এবং যুব ক্রীড়ায় বিনিয়োগে তারা আগ্রহী।

এই সম্ভাব্য সফর বাস্তবায়িত হলে তা হবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। অনেকেই বলছেন, পিং পং-এর পর এবার ‘ক্রিকেট কূটনীতি’ দিয়েই দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চাইছে চীন।

খেলার দুনিয়া | ফলো করুন :