আকবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৫৬ পিএম | ০২ মে, ২০২৫

সদ্য শেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরুটা ভাল না হলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ১৮ বছর বয়সী লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক। প্রথম ছয় ম্যাচে মাত্র তিন উইকেট নেওয়া এই তরুণ পরবর্তী ছয় ম্যাচে শিকার করেছেন ১৬টি উইকেট। সুপার লিগে আবাহনীর বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট, এক ম্যাচে তুলে নিয়েছেন ৬ উইকেটও। ব্যাট হাতেও কম যান না-ছয় ইনিংসে করেন ১৪৫ রান।

এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলে, যারা চলতি মে মাসে সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে।

দলের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। যদিও এবারের লিগে তার পারফরম্যান্স খুব বেশি চোখে পড়ার মতো ছিল না, তবু অভিজ্ঞতা ও নেতৃত্বের জন্য নির্বাচকদের আস্থা পেয়েছেন তিনি।

এবারের ঢাকা লিগে যৌথভাবে সর্বোচ্চ ৩০ উইকেট নিয়ে নজর কেড়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। দলে আছেন ২০২৩ এশিয়ান গেমস খেলা পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল, গত যুব বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, এবং ডিপিএলে আলো ছড়ানো মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম প্রমুখ উদীয়মান তারকারা।

এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ১ মে ঢাকায় এসে সোজা চলে যাবে রাজশাহী। মে মাসজুড়েই বাংলাদেশ ক্রিকেটে রয়েছে তীব্র ব্যস্ততা-নিউজিল্যান্ড ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরেও মাঠে থাকবে জাতীয় দল ও ‘এ’ দল।

বাংলাদেশ ইমার্জিং দল-
আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিক, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান।

সিরিজ সূচি
ওয়ানডে সিরিজ (রাজশাহী)

১২ মে   ১ম ওয়ানডে
১৪ মে  ২য় ওয়ানডে
১৬ মে   ৩য় ওয়ানডে

 চার দিনের ম্যাচ
২০ মে  ১ম ম্যাচ (চট্টগ্রাম)
২৭ মে   ২য় ম্যাচ (ঢাকা)

খেলার দুনিয়া | ফলো করুন :