শেষ মুহূর্তের জাদুতে মোহামেডানের দুর্দান্ত জয়
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ শুক্রবার ছুটির দিনে দারুণ এক জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি ৩-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ এফসিকে। ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান দানিলো কুইপাপার ফাউল থেকে পাওয়া পেনাল্টি এবং ইমানুয়েল সানডের দারুণ একক প্রচেষ্টার গোলে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয় সাদাকালোরা।
এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ১৩ ম্যাচে ১১টি জয় এবং এক ড্রয়ে ৩৪ পয়েন্ট সংগ্রহ করল মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী থেকে আপাতত তারা এগিয়ে ৭ পয়েন্টে।
প্রথমার্ধে দু’দলই খেলেছে রক্ষণাত্মক ও সতর্ক ফুটবল। সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেউই। ৩০তম মিনিটে পুলিশ এফসির ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বাইরের জালে লাগে। অন্যদিকে ৩৪তম মিনিটে মোহামেডানের কর্নারে আরিফ হোসেনের হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে মোহামেডান এগিয়ে যায় ইমানুয়েল সানডের হেডে। তবে ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান পুলিশের দানিলো কুইপাপা।
৮৫তম মিনিটে আবারও নাটক-দানিলোর ফাউলে মোজাফ্ফর মোজাফফরভ স্পট কিকে মোহামেডানকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে সানডের একক প্রচেষ্টায় আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন তিনি। পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।
দিনের প্রথম ম্যাচে দীর্ঘ সাত ম্যাচের হারের বৃত্ত ভেঙে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ফর্টিস এফসিকে ১-০ গোলে হারায় তারা। যোগ করা সময়ে ইউসুফ সিফাতের গোলেই এসেছে কাঙ্ক্ষিত এই জয়। তবে এই জয়ে সত্ত্বেও টেবিলের নিচের অংশেই রয়ে গেছে দলটি। ১৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ওয়ান্ডারার্স। ফর্টিস ১৮ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।