বিশ্বকাপ সামনে রেখে ব্যস্ত সূচিতে বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:১৫ পিএম | ০৩ মে, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষে এখন টি-টোয়েন্টিতে মনোযোগ দিল বাংলাদেশ দল। সিলেটে প্রথম টেস্টে হারলেও চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানের জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে টাইগারদের মধ্যে। তবে সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে। এবার সামনে বড় লক্ষ্য- টি-টোয়েন্টি এশিয়া কাপ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই দুই মেগা ইভেন্ট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে মে-জুন থেকেই বাংলাদেশ খেলতে যাচ্ছে একের পর এক টি-টোয়েন্টি সিরিজ। সূচি অনুযায়ী ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে শুরু হবে এই পথচলা। এরপরই পাকিস্তান সফর, যেখানে লাহোর ও ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে শান্তর নেতৃত্বাধীন দল।

পাকিস্তান সফরের পর জুন-জুলাইয়ে আছে শ্রীলঙ্কা সফর। সেখানে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান দলই আবার বাংলাদেশে আসবে আরও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এই সফর চূড়ান্ত হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পিসিবির আলোচনার মাধ্যমে।

সব মিলিয়ে এশিয়া কাপের আগে বাংলাদেশের খেলার সূচিতে আছে অন্তত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের বিপক্ষেও রয়েছে একটি তিন ম্যাচের সিরিজ। এশিয়া কাপের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দুটি সিরিজে ছয়টি টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালেই ইতিমধ্যে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যা দেশের ক্রিকেট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ। বিসিবি চায়, এই ম্যাচগুলোর মধ্য দিয়ে দলটি নিজেদের সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে পাক ২০২৬ সালের বিশ্বকাপের আগে।

জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট বলছে, প্রতিটি সিরিজেই তরুণ ও বিকল্প ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চট্টগ্রামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে শক্তিশালী একটি দল গঠনের চেষ্টা করেছি। সামনে অনেক ম্যাচ, তাই এখনই একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা জরুরি। সিনিয়ররা না থাকলে তাদের জায়গা পূরণে তরুণদের তৈরি করতে হবে।’ 

এই মুহূর্তে দেশে দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে সিরিজ চলছে। এসব ম্যাচেও নজর রাখছে নির্বাচক কমিটি। লিপু বলছিলেন, ‘আমাদের নজর এখন প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্সের দিকে।’ 

সবকিছু মিলিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল শুরু করেছে পরিকল্পিত প্রস্তুতির নতুন অধ্যায়।

খেলার দুনিয়া | ফলো করুন :