টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে মুখ খুললেন কোহলি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৪৪ পিএম | ০৩ মে, ২০২৫

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেন বিরাট কোহলি। সিদ্ধান্তটি অনেকের কাছেই ছিল বিস্ময়কর, বিশেষ করে যখন তিনি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন। তার অবসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে ছিল নানা প্রশ্ন-আসলে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?

শেষ পর্যন্ত নিজের মুখেই সে প্রশ্নের উত্তর দিলেন কোহলি। আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি জানান, তরুণদের জায়গা করে দিতেই তিনি অবসর নেওয়ার পথ বেছে নিয়েছেন। কোহলির ভাষায়, ‘মনে হয় না, ওই সিদ্ধান্তের জন্য আমার ক্রিকেট খুব একটা বদলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণ, আমাদের প্রচুর তরুণ ক্রিকেটার উঠে এসেছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একদম তৈরি। অভিজ্ঞতা অর্জনের জন্য ওদের কিছু ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত।’ 

কোহলি আরও যোগ করেন, ‘প্রতি দু’বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। চাপ সামলাতে শেখা, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা এবং যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া দরকার। যাতে বিশ্বকাপের আগে ওরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারে।’ 

তিনি ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দল এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে একই পথ বেছে নিয়েছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও, যারা বিশ্বকাপ ফাইনালের পর অবসর নেন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

অবশ্য অবসর নেওয়ার পরও ফর্মের কোনো ঘাটতি দেখা যায়নি কোহলির ব্যাটে। চলতি আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে করেছেন ৪৪৩ রান। গড় ৬৩.২৯, স্ট্রাইক রেট ১৩৮.৮৭। তার ব্যাট থেকে এসেছে ছয়টি অর্ধশতরান। শীর্ষ রান সংগ্রাহক কমলা ক্যাপের তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে।

খেলার দুনিয়া | ফলো করুন :