জেলা ক্রিকেটে কাজ না করলে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:২৭ পিএম | ০৩ মে, ২০২৫

জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আগেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার তামিম ইকবাল। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও এখন অনিশ্চয়তায়। ধরে নেওয়া হচ্ছে- তামিমের ক্রিকেটার জীবন শেষ। এখন তিনি শুরু করছেন জীবনের নতুন অধ্যায়।

নতুন এই পর্বে তামিমের ভূমিকা কেবল সাবেক ক্রিকেটার হিসেবে সীমাবদ্ধ নয়, বরং দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিতও মিলছে তার সাম্প্রতিক বক্তব্য থেকে। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তামিম খোলামেলা আলোচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নির্বাচন ও গঠন নিয়ে।

তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী? এগুলো বাংলাদেশের ক্রিকেটের পারফরম্যান্সের সঙ্গে সরাসরি জড়িত।’ তিনি যোগ্য ও ক্রিকেট সচেতন ব্যক্তিদের বিসিবিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষভাবে তামিম জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন সক্ষম এমন প্রতিনিধিদের নির্বাচনের পক্ষে জোরালো মত দেন। তিনি বলেন, ‘যারা ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার যোগ্য, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, স্বপ্ন আছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার, তাদেরকেই নির্বাচিত করুন।’

অতীত অভিজ্ঞতার কথা টেনে তিনি উল্লেখ করেন, ‘অনেকেই বোর্ডে আসার পর নিজেদের জেলা বা বিভাগকে ভুলে যান। আমি নিজেই বরিশালের মতো কিছু এলাকায় গিয়েছি, যেখানে মানসম্পন্ন লিগই হয় না। এমন প্রতিনিধিদের বোর্ডে আসার কোনও প্রয়োজন নেই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরও ছিলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবল অধিনায়ক আমিনুল ইসলাম।

খেলার দুনিয়া | ফলো করুন :