রাজনীতিতে সাকিবের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:২৮ পিএম | ০৩ মে, ২০২৫

একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার, বর্তমানে রাজনীতির অভিজ্ঞ কণ্ঠ-মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক এই ক্রীড়াবিদ তার অতীতের ক্রীড়া ও রাজনৈতিক অভিজ্ঞতা মিলিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। আজ শনিবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলোচনার কেন্দ্রে ছিলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

মেজর হাফিজ অনুষ্ঠানে বলেন, জাতীয় দলে থাকা অবস্থায় সাকিব রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই পরামর্শ নিতে এসেছিলেন তার বাসায়। সেই সময় তিনি সাকিবকে সরাসরি উপদেশ দেন-আওয়ামী লীগে যোগ না দেওয়ার জন্য।

তিনি বলেন, ‘সাকিব আমার বাসায় এসেছিল। তাকে বলেছিলাম, যা ই করো, আওয়ামী লীগ করো না। সে আমার কথা না শুনে আজ বিপদে পড়েছে।’ মেজর হাফিজ আরও বলেন, ‘আমি তাকে বুঝিয়েছিলাম-তুমি অলরাউন্ডার হিসেবে বিশ্বসেরা, তোমার আলাদা পরিচয় আছে। রাজনীতিতে গেলে সেটা ঝুঁকির মধ্যে পড়বে। তাছাড়া আমি তাকে বলেছিলাম, আওয়ামী লীগ আর বেশি দিন টিকবে না।’

কিন্তু সাকিব সেই পরামর্শ গ্রহণ করেননি। আওয়ামী লীগে যোগ দিয়ে এখন সংসদ সদস্য হলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে জনসম্মুখে আসা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন হাফিজ, ‘সে যদি আমার কথা শুনত, এখন রাজপথে ঘুরে বেড়াত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল।’

অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন। এই তারকা ক্রিকেটার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ‘তামিমের সঙ্গে বোর্ড সঠিক আচরণ করেনি। তাই তাকে সময়ের আগেই কিছু ফরম্যাট থেকে সরে যেতে হয়েছে। বর্তমান সরকারের সময় বিভিন্ন ফেডারেশনে অপ্রয়োজনীয় লোক ঢুকে পড়ে।’

ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘স্বাধীনতার আগে আমি পাকিস্তান দলে একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম। পরে পিন্টু, নুরন্নবীও খেলেছে। কিন্তু স্বাধীনতার পর মোহামেডানে ভালো খেলেও জাতীয় দলে ডাক পাইনি। কারণ, আমার বাবা জাসদের রাজনীতি করতেন।’

একসময় বাফুফের সভাপতি ও এএফসি-ফিফার বিভিন্ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা হাফিজ উদ্দিন ক্রীড়াক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন এবং এখনো তা ধরে রেখেছেন।

খেলার দুনিয়া | ফলো করুন :