চার ম্যাচ পর মেসির গোল, ঘুরে দাঁড়াল মায়ামি
টানা ব্যর্থতা আর গোলখরার দিন শেষ হলো ইন্টার মায়ামি ও লিওনেল মেসির। মেজর লিগ সকারে ফ্লোরিডার দলটি এবার ঘুরে দাঁড়াল রীতিমতো দাপুটে এক জয়ে। নিউইয়র্ক রেডবুলসকে ৪–১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচের হারের বৃত্ত ভেঙেছে মায়ামি। গোল করেছেন মেসি নিজেও—চার ম্যাচ পর ফিরলেন স্কোরশিটে।
চেজ স্টেডিয়ামে শুরুটা করে দেন ফাফা পিকাল্ট। ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। এরপর ৩০ মিনিটে মার্সেলো ভেইগান্ট এবং ৩৯ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান করেন ৩–০। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ গোল না পাওয়া সুয়ারেজের জন্য এটি ছিল বড় স্বস্তির গোল।
রেডবুলস অবশ্য পুরোপুরি হার মেনেই নেয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই, ৪৩তম মিনিটে ক্যামেরুনিয়ান তারকা এরিক ম্যাক্সিম চুপো–মোটিং গোল করে একটুখানি আশা জাগান।
তবে দ্বিতীয়ার্ধে আবার নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৬৭ মিনিটে একটি চমৎকার আক্রমণ সাজান মেসি। তালেসকো সেগোভিয়ার সঙ্গে দ্রুত বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে নিজের নাম লেখান স্কোরবোর্ডে। চলতি মৌসুমে এটি ছিল মেসির ১৩ ম্যাচে ৮ম গোল, আর তাঁর পেশাদার ক্যারিয়ারের ৮৫৯তম।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে উঠেছে মায়ামি (২১ পয়েন্ট, ১০ ম্যাচে)। শীর্ষে আছে কলম্বাস ক্রু (২৪ পয়েন্ট, ১১ ম্যাচে), এরপর ফিলাডেলফিয়া (২২ পয়েন্ট, ১০ ম্যাচে)।