শাহাদাত হোসেন দিপুর অভিষেক

শাহাদাত হোসেন দিপুর অভিষেক

টসটা গুরুত্বপূর্ণ হবে, আগেই বলে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের অধিনায়কত্বের অভিষেকে সে টস ভাগ্য তাকে হতাশ করেনি। টস জিতেছেন তিনিই। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত কেন? সে প্রশ্নের উত্তরে শান্ত জানালেন, 'উইকেটটা বেশ শুকনো। আগে ব্যাট করে ভালো রানের পুঁজি নিয়ে আসতে পারলে তা আমাদের সহায় হবে।'

সঙ্গে যোগ করতে হবে চতুর্থ ইনিংসে ব্যাট করা এড়ানোর বিষয়টাও। স্পিন সহায়ক উইকেটই মিলছে সিলেটে। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করার মানে সাক্ষাৎ মাইনফিল্ডে নেমে পড়ার মতো কিছু একটা। টস জিতে তাই সে ঝুঁকি নিতে চাননি শান্ত। 

বাংলাদেশ একাদশে আজ ঢুকেছেন শাহাদাত হোসেন দিপু। ১০২তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়াও প্রায় দেড় বছর পর একাদশে ফিরেছেন নাঈম হাসান। তাকে সহ তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন পেসার শরিফুল ইসলাম। 

বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাহাদাত হোসেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম। 

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), আজাজ প্যাটেল।


 

সম্পর্কিত খবর